মহেন্দ্র সিং ধোনি-

টিম ইন্ডিয়ার সর্বকালের সেরা অধিনায়কদের তালিকায় উপরের দিকেই থাকবে মহেন্দ্র সিং ধোনি’র (MS Dhoni) নাম। ঝাড়খণ্ডের তারকা টি-২০ বিশ্বকাপ, ওয়ান ডে বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি-আইসিসি আয়োজিত তিনটি সাদা বলের টুর্নামেন্টেই চ্যাম্পিয়ন হয়েছেন অধিনায়ক হিসেবে। এই রেকর্ড নেই আর কারও। দেড় দশকের দীর্ঘ কেরিয়ারে ৯০টি টেস্ট, ৩৫০ ওয়ান ডে ও ৯৮টি টি-২০ খেলেছেন তিনি। মোট রান সংখ্যা পেরিয়েছে ১৫০০০-এর গণ্ডী। আইপিএলেও পাঁচ বার ট্রফি জিতেছেন। ক্রিকেটের বাইরে ধোনির (MS Dhoni) আগ্রহ রয়েছে মোটরসাইকেলে। তাঁর ঝাড়খণ্ডের ফার্মহাউজ জুড়ে রয়েছে অন্তত কয়েকশ মোটরসাইকেল। সেগুলিকে নানা সময় মেরামত করেন নিজে হাতেই। রাঁচীর রাস্তায় তাঁর বাইক চালানোর ভিডিও ভাইরাল হয় মাঝেমধ্যেই।