TOP 5: বাইশ গজের বাইরেও সাবলীল এই পাঁচ ক্রিকেট তারকা, অন্য ভূমিকাতেও কেড়ে নিয়েছেন নজর !! 1

ক্যুইন্টন ডি কক-

Quinton de Kock Loves Fishing | Image: Twitter
Quinton de Kock Loves Fishing | Image: Twitter

দক্ষিণ আফ্রিকার হয়ে ৫৪টি টেস্ট খেলেছেন ক্যুইন্টন ডি কক (Quinton de Kock)। ১৫৫টি ওয়ান ডে ও ৯২টি টি-২০তেও রামধনু দেশের হয়ে মাঠে নেমেছেন তিনি। সর্বকালের সেরা উইকেটরক্ষক-ব্যাটারদের তালিকায় নিঃসন্দেহে নাম থাকবে তাঁর। টেস্টে ৩৩০০, ওয়ান ডে’তে ৬৭৭০ ও টি-২০তে করেছেন ২৫৮৪ রান। আন্তর্জাতিক শতরানের সংখ্যা ২৮। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে টেস্ট ও ওয়ান ডে থেকে মাত্র ৩২ বছর বয়সেই সরে দাঁড়িয়েছেন তিনি। আপাতত শুধুমাত্র টি-২০তে ফোকাস করতে চান তিনি। ক্রিকেটের একঘেঁয়েমি কাটাতে প্রোটিয়া তারকা বেছে নিয়েছেন মাছ ধরাকে। প্রায়শই নদী বা সমুদ্রে মাছ ধরতে যান তিনি। ‘শিকারের’ সাথে নিয়মিত ছবিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *