ক্যুইন্টন ডি কক-

দক্ষিণ আফ্রিকার হয়ে ৫৪টি টেস্ট খেলেছেন ক্যুইন্টন ডি কক (Quinton de Kock)। ১৫৫টি ওয়ান ডে ও ৯২টি টি-২০তেও রামধনু দেশের হয়ে মাঠে নেমেছেন তিনি। সর্বকালের সেরা উইকেটরক্ষক-ব্যাটারদের তালিকায় নিঃসন্দেহে নাম থাকবে তাঁর। টেস্টে ৩৩০০, ওয়ান ডে’তে ৬৭৭০ ও টি-২০তে করেছেন ২৫৮৪ রান। আন্তর্জাতিক শতরানের সংখ্যা ২৮। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে টেস্ট ও ওয়ান ডে থেকে মাত্র ৩২ বছর বয়সেই সরে দাঁড়িয়েছেন তিনি। আপাতত শুধুমাত্র টি-২০তে ফোকাস করতে চান তিনি। ক্রিকেটের একঘেঁয়েমি কাটাতে প্রোটিয়া তারকা বেছে নিয়েছেন মাছ ধরাকে। প্রায়শই নদী বা সমুদ্রে মাছ ধরতে যান তিনি। ‘শিকারের’ সাথে নিয়মিত ছবিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়।