সুরেশ রায়না-

ভারতের জার্সিতে ক্রিকেটের তিন ফর্ম্যাটে শতরানকারী প্রথম ব্যাটার সুরেশ রায়না (Suresh Raina)। ১৮ টি টেস্ট, ২২৬টি একদিনের ম্যাচ ও ৭৮টি টি-২০তে দেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি। তিন ফর্ম্যাট মিলিয়ে তাঁর মোট রান সংখ্যা ৮০০০-এর কাছাকাছি। ২০১১’র ওয়ান ডে বিশ্বকাপও তিনি জিতেছেন ভারতের হয়ে। এছাড়া আইপিএলের আসরেও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে স্বতন্ত্র জায়গা করে নিয়েছেন তিনি। সঞ্জয় মঞ্জরেকরের (Sanjay Manjrekar) মতই গানের শখ রয়েছে রায়নারও (Suresh Raina)। বিভিন্ন অনুষ্ঠানে গান গাইতে শোনা গিয়েছে তাঁকে। এমনকি চলচ্চিত্রে প্লে-ব্যাকও করেছেন উত্তরপ্রদেশের ক্রিকেটার। ২০১৫’র বলিউড ফিল্ম ‘মেরঠিয়া গ্যাংস্টার’ ‘তু মিলি সব মিলা’ নামে একটি গান গেয়েছিলেন তিনি।