TOP 5: বাইশ গজের বাইরেও সাবলীল এই পাঁচ ক্রিকেট তারকা, অন্য ভূমিকাতেও কেড়ে নিয়েছেন নজর !! 1

TOP 5: ব্যাটিং বা বোলিং দক্ষতার পাশাপাশি ক্রিকেট মানসিক ও শারীরিক সক্ষমতারও পরীক্ষা। বাইশ গজে হাড়ভাঙা খাটুনির পর খেলোয়াড়দের অনেকেই তাই শরীর ও মনকে স্বস্তি দেওয়ার নানান উপায় খুঁজে বেড়ান। কেউ সময় কাটান পরিবারের সঙ্গে। কেউ আবার সপরিবারে বেরিয়ে পড়েন ঘুরতে। পাহাড় বা সমুদ্রের বুকে খুঁজে নেন সাময়িক আশ্রয়। তবে ক্রিকেটারদের মধ্যেও ব্যতিক্রম রয়েছেন কয়েকজন। বাইশ গজের বাইরেও নানা দিকে নিজের প্রতিভাকে মেলে ধরার চেষ্টায় থাকেন যাঁরা। ফাঁকা সময়ে গান গাইতে বা অ্যাডভেঞ্চার স্পোর্টসে অংশ নিতে দেখা যায় যাঁদের। তেমনই পাঁচ জন ব্যতিক্রমী ক্রিকেটার ও তাঁদের ব্যতিক্রমী শখের হদিশ রইলো এই প্রতিবেদনে।

Read More: শিকে ছিঁড়ছে শ্রেয়স আইয়ারের ভাগ্যে, এশিয়া কাপে নিচ্ছেন ‘ওয়াইল্ড কার্ড এন্ট্রি’ !!

সঞ্জয় মঞ্জরেকর-

Sanjay Manjrekar | Image: Twitter
Sanjay Manjrekar | Image: Twitter

ভারতীয় দলের হয়ে ৩৭টি টেস্ট ম্যাচ খেলেছেন সঞ্জয় মঞ্জরেকর (Sanjay Manjrekar)। ৩৭.১৪ গড়ে করেছেন ২০৪৩ রান। ৭৪টি একদিনের ম্যাচে তাঁর ঝুলিতে রয়েছে ১৯৯৪ রান। লাল ও সাদা বলের ফর্ম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৫টি শতরান করেছেন তিনি। ১৯৯৭ সালে বাইশ গজকে বিদায় জানানোর পর ধারাভাষ্যের মাইক হাতেও নজর কেড়েছিলেন সঞ্জয়। তবে বাইশ গজের দুনিয়ার বাইরেও গায়ক হিসেবে নিজের পরিচয় গড়ে তুলেছেন মুম্বইয়ের প্রাক্তনী। পেয়েছেন জনপ্রিয়তাও। বলিউড চলচ্চিত্র ‘বম্বে টু গোয়া’তে গান গেয়েছেন তিনি। কিংবদন্তি শিল্পী কিশোর কুমারের অনুপ্রেরণায় ২০১৬ সালে ‘আমার বেলা যে যায়’ নামে একটি রবীন্দ্রসঙ্গীতের অ্যালবামও প্রকাশ করেছিলেন সঞ্জয় (Sanjay Manjrekar)।

শুনে নিন সঞ্জয়ের গান-

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *