TOP 3: রোহিত শর্মা নয়, বরং হার্দিক পান্ডিয়া অধিনায়ক হলে এই ৩ কারণে নিরাপদ হবে ভারতীয় দলের ভবিষ্যৎ !! 1

দীর্ঘদিন ভারতের অধিনায়কত্ব করতে পারবেন হার্দিক-

Hardik Pandya | image: twitter
Hardik Pandya can be Team India’s long term captain

কখনও কখনও নেতৃত্ব করতে গিয়ে অতি রক্ষণাত্মক হয়ে পড়ছেন রোহিত শর্মা (Rohit Sharma)। কথায় আছে ‘নো রিস্ক, নো রিওয়ার্ডস।’ মাঝে মাঝে কিছু কিছু ঝুঁকি নিতে জানতে হয় অধিনায়কদের। রোহিতের অধিনায়কত্বে এই জাতীয় অভিনবত্ব চোখে পড়ছে না। সাথে সাথে তাঁর বয়স ছুঁয়েছে ৩৫। পরবর্তী টি-২০ বিশ্বকাপ ২০২৪ সালে। তখন তাঁর বয়স দাঁড়াবে ৩৭। তাই এখনই আগামীর কথা ভেবে কোনও তরুণের হাতে নেতৃত্বের ভার তুলে দেওয়ার শ্রেষ্ঠ সময়। নতুন ভাবনাচিন্তা, তারুণ্যের স্পর্ধা প্রয়োজন এখন জাতীয় দলের। সেই কারণেই ভারতীয় বোর্ডের প্রথম পছন্দ হতে পারেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। বয়স কম হার্দিকের। এখন অধিনায়ক করা হলে দীর্ঘদিন জাতীয় দলের নেতৃত্ব দিতে পারবেন তিনি। ইতিমধ্যেই নতুন আইপিএল দল গুজরাত টাইটান্সকে প্রথম মরসুমেই চ্যাম্পিয়ন করেছেন তিনি। ভারতের অস্থায়ী অধিনায়ক হিসেবে আয়ারল্যান্ড এবং নিউজিল্যান্ডে টি-২০ সিরিজ জিতেছেন। হারিয়েছেন শ্রীলঙ্কাকেও। স্পষ্টবাদী হার্দিকের (Hardik Pandya) থেকে পরামর্শ পেলে আরও উন্নতি করতে পারবেন ভারতের তরুণ ক্রিকেটাররা। রোহিতকে সরিয়ে আপাতত সীমিত ওভারেও যদি হার্দিকের হাতে তুলে দেওয়া হয় নেতৃত্বের ব্যাটন তাহলে ভবিষ্যতে লাভের মুখ দেখবে ভারত।

Read More: “এই অবিচার ভগবান বেশি মানবেন না…”, রঞ্জিতে Sarfaraz Khan ফের শতরান করায় নির্বাচকদে তুলোধনা নেটিজেনদের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *