রোহিত শর্মা না হার্দিক পান্ডিয়া? কার হাতে থাকবে সীমিত ওভারে ভারতের নেতার দায়িত্ব? এই প্রশ্নে ইতিমধ্যেই সরগরম ক্রিকেটদুনিয়া। বিশেষজ্ঞদের আলোচনার টেবিল হোক বা চায়ের দোকানের আড্ডা্ সব জায়গাতেই ঘোরাফেরা করছে এই একই প্রশ্ন। বিরাট কোহলিকে সরিয়ে যখন রোহিত শর্মাকে (Rohit Sharma) নেতা করা হয়েছিলো তখন ‘হিটম্যানের’ হাত ধরে আইসিসি ট্রফি জেতার নয়া স্বপ্ন দেখেছিলেন ভারতীয় সমর্থকেরা। কিন্তু বাস্তবে তা আর পূরণ হয় নি। ২০২২ এর এশিয়া কাপ হোক বা টি-২০ বিশ্বকাপ, দু’বারই খালি হাতে ফিরতে হয়েছে ভারতকে। জুটেছে ইংল্যান্ডের বিরুদ্ধে ১০ উইকেটে হারার মত লজ্জাও। রোহিতের নেতৃত্বে কোনোরকম উদ্ভাবনীশক্তি দেখতে পাচ্ছেন না অনেক ক্রিকেটবোদ্ধা। পরিস্থিতি বিচারে প্ল্যান-বি বা প্ল্যান-সি ব্যবহার করার কোনো চিহ্ন বা ইঙ্গিত নেই তাঁর ম্যাচ পরিচালনায়, শুনতে হচ্ছে এমন সমালোচনাও। এহেন পরিস্থিতিতে পূর্ণ দায়িত্ব পাওয়ার এক বছরের মধ্যেই রোহিতকে সরিয়ে দেওয়ার দাবী জোরালো হচ্ছে। অন্তত সাদা বলের খেলায় রোহিতের (Rohit Sharma) উত্তরসূরী হিসেবে উঠে আসছে হার্দিক পান্ডিয়ার নাম। ইতিমধ্যেই আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজে রোহিতকে বাইরে রেখে হার্দিককে (Hardik Pandya) নেতা হিসেবে পরখ করে দেখেছে বোর্ড। তবে তাঁকে পূর্ণ সময়ের নেতা হিসেবে সরকারীভাবে ঘোষণা করা হয় নি। এই ৩ কারণে রোহিত’কে এখুনি সরিয়ে হার্দিকের হাতে ভারতের নেতৃত্বভার সঁপে দিলে সঠিক কাজ করবে BCCI।
পরিসংখ্যান বলছে নেতা হিসেবে সফল হার্দিক পান্ডিয়া-
অধিনায়ক হিসেবে আত্মপ্রকাশেই হইচই ফেলে দিয়েছিলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে ২০২২ সালের আইপিএলে গুজরাত টাইটান্সে যোগ দিয়েছিলেন তিনি। তাঁর হাতের নেতৃত্বের দায়িত্ব দেয় গুজরাত ফ্র্যাঞ্চাইজি। প্রথম মরসুমেই দলকে চ্যাম্পিয়ন করেন তিনি। নজর কাড়ে তাঁর নেতৃত্ব দেওয়ার ক্ষমতাও। প্রথমবার আয়ারল্যান্ড সফরে রোহিতের (Rohit Sharma) অনুপস্থিতিতে হার্দিককে অধিনায়ক হিসেবে পাঠায় ভারতীয় বোর্ড। সিরিজ জিতে নেয় দল। তারপর নিউজিল্যান্ডেও টি-২০ দলের অধিনায়ক করা হয় তাঁকে। ১-০ ফলাফলে সিরিজ ভারতে নিয়ে আসতে সক্ষম হন তিনি। ‘টিম ইন্ডিয়া’র টি-২০ দলে রোহিত শর্মা’র ভবিষ্যৎ কি, সেই প্রশ্নের মাঝেই শ্রীলঙ্কার বিরুদ্ধেও হার্দিককেই নেতৃত্বভার দেওয়া হয়। ২০২৩ এর প্রথম সিরিজে সামনে থেকে নেতৃত্ব দিয়ে জয় এনে দেন তিনি। নেতা হিসেবে এখনও অব্দি কোনো সিরিজ হারেন নি তিনি। পূর্ণ সময়ের দায়িত্ব পেলে ভারতীয় দলকে আরও সাফল্য এনে দিতে পারেন হার্দিক (Hardik Pandya)।