অজিঙ্কা রাহানে-
সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) ভারতীয় টেস্ট দলের ব্যাটিং লাইন আপে পাঁচ নম্বরে জায়গা করে দেওয়ার পরিবর্তে অভিজ্ঞ অজিঙ্কা রাহানেকে ফিরিয়ে আনার লথা ভাবতেই পারতেন কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) এবং অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। দীর্ঘদিন জাতীয় দলের হয়ে টেস্ট ম্যাচ খেলেছেন তিনি। অনেকটা সময় জুড়ে পালন করেছেন সহ-অধিনায়কের দায়িত্বও। বিরাট কোহলি (Virat Kohli) না থাকায় অজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) নেতৃত্বেই অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাঠে হারিয়েছিলো ভারত। ৩২ বছর পর ব্রিসবেনের গাব্বা মাঠে অজি ঔদ্ধত্যের মিনার চূর্ণ করে কোনো বিদেশী দল হিসেবে জয় ছিনিয়ে নিয়েছিলো ভারত। ভারতের মিডল অর্ডারে ‘ক্রাইসিস ম্যান’ হিসেবে বহু ম্যাচে রক্ষাকর্তা হয়েছেন রাহানে। অস্ট্রেলিয়ার মেলবোর্নে ২০২০-২১ মরসুমে ম্যাচ জেতানো শতরান করেছিলেন তিনি। এমসিজি’তেই ২০১৪-১৫ মরসুমে করেছিলেন আরও একটি শতরান। এছাড়াও ঐতিহ্যবাহী লর্ডসের মাঠেও শতরান করেছিলেন রাহানে (Ajinkya Rahane)। তাঁর অসামান্য ব্যাটিং-এর সুবাদে ক্রিকেটের মক্কায় ইংল্যান্ডকে হারিয়ে টেস্ট জিতেছিলো ভারত। ‘টিম ইন্ডিয়া’র জার্সিতে ৮২ টেস্টে ৪৯৩১ রান করেছেন তিনি। করেছেন ১২টি শতরান, ২৫টি অর্ধশতক। গত বছরের গোড়ায় শ্রীলঙ্কার সিরিজের আগে অফ ফর্মের কারণ দেখিয়ে রাহানেকে (Ajinkya Rahane) জাতীয় দল থেকে বাদ দেওয়া হয়েছিলো। একই সাথে বাদ দেওয়া হয়েছিলো চেতেশ্বর পূজারাকেও। পূজারা পরে প্রত্যাবর্তন ঘটালেও ফেরা হয় নি রাহানের। ৩৫ ছুঁইছুঁই রাহানে রঞ্জি ট্রফিতে বেশ ভালোই খেলেছেন এই মরসুমে। মুম্বইয়ের হয়ে ৭ ম্যাচে করেছেন ৬৩৪ রান। করেছেন ২টি শতরানও। দীর্ঘতম ফর্ম্যাটে দ্বিতীয় সুযোগ পেলে দলের সম্পদ হয়ে উঠতে পারেন রাহানে।