TOP 3: টেস্ট ক্রিকেটে চললো না সূর্যকুমারের ব্যাট, সূর্যের আগে টেস্ট দলে সুযোগ পাওয়া উচিৎ ছিলো এই ৩ ক্রিকেটারের !! 1

ধ্রুব শোরে-

Dhruv Shorey | image: twitter
Delhi’s Dhruv Shorey deserves to be in the Indian test squad after a successful Ranji season with an otherwise underwhelming Delhi side

সাতবারের রঞ্জিট্রফিজয়ী দিল্লী দলের ২০২২-২৩ মরসুমটা খুবই খারাপ গিয়েছে। নক-আউটে খেলার যোগ্যতা অর্জন তো দূরঅস্ত, কঠিন প্রতিপক্ষের বিপক্ষে কার্যত দাঁড়াতেই পারেন নি নীতিশ রাণা’রা। চোট-আঘাত, অন্তর্দলীয় কোন্দলের মত নানা সমস্যা তাড়া করেছে দিল্লী দলকে। ব্যর্থতার অন্ধকারের মধ্যেও ব্যতিক্রম একমাত্র ধ্রব শোরে (Druv Shorey)। অন্ধকার রাতে ধ্রবতারার মতই একলা জ্বলে রইলেন তিনি। রঞ্জিতে এই মরসুমে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন শোরে। মাত্র ৭ ম্যাচে করেছেন ৮৫৯ রান। ব্যাটিং গড় ৯৫.৪৪। করেছেন তিনটি শতরান এবং দুটি অর্ধশতক। সর্বোচ্চ ২৫২*। তাঁর আগে রয়েছেন কর্ণাটকের অধিনায়ক মায়াঙ্ক আগরওয়াল। তিনি ৯৯০ রান করেছেন। অবশ্য ধ্রুব (Dhriv Shorey) যেখানে মাত্র ৭টি ম্যাচ খেলেছেন, সেখানে মায়াঙ্ক খেলেছেন ৯টি ম্যাচ। দিল্লী দলের ওপেনার ধ্রব ঘরোয়া ক্রিকেটে যে সাফল্য পেয়েছেন এই মরসুমে, তাতে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) বদলে তাঁকেই সুযোগ দিয়ে দেখতে পারত ভারতীয় দল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *