TOP 3: টি-২০ ক্রিকেটে শোরগোল ফেলে দিয়েছে সূর্যকুমার যাদব। ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটের ব্যাকরণ যেন নিজের মত করে লিখছেন তিনি। গত বারো মাসে ক্রিকেটদুনিয়াকে মোহিত করেছে তাঁর একের পর এক উদ্ভাবনী শট। স্কুপ, ল্যাপ শট, রিভার্স স্যুইপ থেকে ধ্রুপদী কভার ড্রাইভ বা অন ড্রাইভ, সব অস্ত্র’ই রয়েছে সূর্যের (Suryakumar Yadav) তূণে। মাঠের চারদিকে বড় শট খেলতে পারেন বলে সমর্থকেরা ভালোবেসে তাঁর নাম দিয়েছেন, ‘মিস্টার ৩৬০ ডিগ্রী।’ টি-২০ র্যাঙ্কিং-এ পয়লা নম্বর স্থানেও উঠে এসেছেন তিনি। ২০২২ সালে প্রথম ভারতীয় হিসেবে এক ক্যালেন্ডার ইয়ারে ১০০০ টি-২০ আন্তর্জাতিক রানের গণ্ডি পেরিয়েছেন তিনি। পাশাপাশি ৬৮টি ছক্কা মেরে এক বছরে সবচেয়ে বেশী ছক্কা মারার রেকর্ডটিও নিজের করে নিয়েছেন। করেছেন তিনটি আন্তর্জাতিক শতরান। কুড়ি-বিশের ক্রিকেটে সূর্যের অশ্বমেধের ঘোড়া দুরন্ত বেগে ছুটলেও অন্যান্য ফর্ম্যাটগুলিতে বেশ ম্লান লেগেছে তাঁকে। একদিনের ক্রিকেটে মিডল অর্ডারে জায়গা পেয়েও নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন নি তিনি। প্রতিপক্ষ নিউজিল্যান্ড হোক বা শ্রীলঙ্কা, ব্যর্থতাই সঙ্গী হয়েছে তাঁর। টেস্টেও সূর্যকুমারকে (Suryakumar Yadav) সুযোগ দিয়ে দেখতে চেয়েছিলো টিম ম্যানেজমেন্ট। কিন্তু হতাশাই জুটেছে ভাগ্যে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিষেক টেস্টে মাত্র ৮ রানেই নাথান লিয়ঁ’র (Nathan Lyon) বলকে কভারের দিকে ঠেলতে বোল্ড হয়েছেন তিনি। সূর্য কি আদৌ তিন ফর্ম্যাটে জায়গা পাওয়ার যোগ্য? উঠতে শুরু হয়েছে প্রশ্ন। অন্তত ৩ জন এমন ক্রিকেটার রয়েছেন, সূর্যকুমারকে সুযোগ দেওয়ার আগে যাঁদের কথা ভেবে দেখা উচিৎ ছিলো ভারতীয় বোর্ডের।
সরফরাজ খান-
ঘরোয়া ক্রিকেটের আঙিনায় গত এক বছরে সবচেয়ে বেশীবার উচ্চারিত নামটি মুম্বয়ের তরুণ সরফরাজ খানের (Sarfaraz Khan)। রঞ্জি ট্রফি, ইরানী ট্রফির মত প্রতিযোগিতায় সরফারাজের সমকক্ষ কাউকে দেখা যাচ্ছে না এই মুহূর্তে। ব্যাট হাতে ২০১৯ থেকে ২০২২ অব্দি ১০০’র তলায় নামে নি প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর ব্যাটিং গড়। গত বছর রঞ্জি ট্রফিতে ৬ ম্যাচে করেছিলেন ৯৮২ রান। হয়েছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক। দ্বিতীয় স্থান থাকা রজত পতিদারের (Rajat Patidar) থেকে ৩০০’র বেশী রানে এগিয়ে ছিলেন তিনি। মুম্বই ক্রিকেট সংস্থা থেকে ঘরোয়া ক্রিকেটে দুরন্ত প্রদর্শনের জন্য ৭টি পুরষ্কার পেয়েছেন তিনি। তার আগের মরসুমেও ৬ ম্যাচে করেছিলেন ৯২৮ রান। চলতি রঞ্জি মরসুমেও ব্যাটে রানের ফোয়ারা সরফরাজের(Sarfaraz Khan)। দিল্লীর বিরুদ্ধে শেষ রঞ্জি ট্রফির ম্যাচেও প্রথম ইনিংসে শতরান করেছেন তিনি। মরসুমে ৯২.২৫ গড়ে করেছেন ৫৫৬ রান। গোটা কেরিয়ারে ৩৭ ম্যাচে ৩৫০৫ রান করেছেন তিনি। শতরান করেছেন ১৩টি এবং অর্ধশতরান রয়েছে ৯টি। এছাড়াও দ্বিশতক এমনকি ট্রিপল সেঞ্চুরিও রয়েছে তাঁর। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকতার নতুন সংজ্ঞা লেখা সরফরাজ (Sarfaraz Khan) ব্যাটিং গড়ের দিক থেকে সর্বকালের সেরাদের তালিকায় রয়েছেন দ্বিতীয় স্থানে। প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর ব্যাটিং গড় ৭৯.৬৫। এক নম্বর স্বয়ং স্যার ডন ব্র্যাডম্যান (Sir Don Bradman)। এহেন পরিসংখ্যান নিয়েও জাতীয় দলে ব্রাত্য তিনি। বাংলাদেশের বিরুদ্ধে তাঁকে সুযোগ দেওয়া হবে বলে শোনা গিয়েছিলো। কিন্তু ডাক পান নি সরফরাজ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও প্রথম দুই টেস্টের দলে জায়গা হয় নি তাঁর।