ডেথ বোলিং-এ দূর্বলতা রয়েছে KKR-এর-

ডেথ বোলিং ভোগাতে পারে নাইট রাইডার্সকে। বোলিং আক্রমণের ধার বাড়াতে টিম সাউদী (Tim Southee) ও উমেশ যাদবকে (Umesh Yadav) ধরে রেখেছে কলকাতা। পাশাপাশি দিল্লী ক্যাপিটালস শিবির থেকে ট্রেড পদ্ধতিতে দলে নিয়েছে শার্দূল ঠাকুরকে। (Shardul Thakur) কিন্তু সাউদী, উমেশ বা শার্দূল কেউই টি-২০ তে কৃপণ বোলিং করার জন্য পরিচিত নন।
উমেশের ইকোনমি ৮.৩৭। শার্দূলের ৯.০৬ এবং সাউদীর ৮.৫৩। সুনীল নারাইন এবং বরুণ চক্রবর্তীর রহস্য স্পিনের জালে প্রতিপক্ষ জড়ালেও পেসত্রয়ী সেই চাপ কতটা ধরে রাখতে পারেবন তা নিয়ে সন্দিহান বিশেষজ্ঞরা। ডেথ বোলিং-এ দুর্বলতা নাইট রাইডার্সের (KKR) সাফল্যের পথে অন্তরয়ায় হয়ে উঠতে পারে।
Virat Kohli | Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur