IPL 2024

কয়েকজনের ওপর অতিরিক্ত নির্ভরতা-

KKR | IPL | image: twitter
Overdependency on certain players can hurt KKR in IPL 2023

গত বছর ওপেনিং সমস্যা ভুগিয়েছিলো কলকাতা নাইট রাইডার্সকে (KKR)। কখনো বেঙ্কটেশ আইয়ার, কখনো সুনীল নারাইন (Sunil Narine) আবার কখনো অ্যারন ফিঞ্চকে (Aaron Finch) দিয়ে ফাঁকফোকর মেরামতির চেষ্টা হলেও শেষমেশ লাভ কিছু হয় নি। এবারও ওপেনিং পজিশন নিয়ে রয়ে গিয়েছে প্রশ্নচিহ্ন। লিটন দাস (Litton Kr Das), রহমানুল্লাহ গুরবাজ বা নারারণ জগদীশন খেলতে পারেন ওপেনার হিসেবে। কিন্তু এদের সম্মিলিত আইপিএল অভিজ্ঞতা একেবারেই নগণ্য। যা চাপ বাড়াবে নাইট রাইডার্সের (KKR)।

পাশাপাশি দলের বেশ কয়েকজনের ভালো খেলার ওপর কলকাতার গোটা মরসুমের ভাগ্য নির্ভর করে রয়েছে। মিডল অর্ডার রাণা, শ্রেয়স এবং অলরাউন্ডারের ভূমিকায় রাসেলের পারফর্ম্যান্স আশানুরূপ হলে তাঁদের বিকল্প প্রস্তুত নেই নাইট রাইডার্স (KKR) শিবিরে। ২০২১ সালে কলকাতা যখন শেষবার ফাইনাল খেলেছিলো, সেই বছর সাফল্যের পিছনে বড় ভূমিকা পালন করেছিলেন বেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)।

কিন্তু গত মরসুমে তাঁকেও ম্রিয়মান লেগেছে। বোলিং আক্রমণেও গভীরতার অভাব রয়েছে নাইট দলে। বিপুল খরচ করে শার্দূল ঠাকুরকে নিলেও আইপিএলে তাঁর পারফর্ম্যান্স আহামরি নয়। একই কথা বলা যায় টিম সাউদী (Tim Southee) সম্পর্কেও। বোলিং-এ এখনও বড় বেশী সুনীল নারাইন নির্ভর রয়ে গিয়েছে নাইটবাহিনী। যা ডোবাতে পারে দলকে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *