TOP 3: ভারতবর্ষ ক্রিকেট পাগল দেশ। দেড়শ কোটি জনগনের অনুভূতির সাথে জড়িয়ে আছে জাতীয় ক্রিকেট দল। টিম ইন্ডিয়ার (Team India) সাফল্যে গর্বিত হন জনসাধারণ। আর দল হারলে দুঃখে ভেঙে পড়ে গোটা দেশ। যে গুটিকয় খেলোয়াড় জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর সুযোগ পান, তাঁরা যে নিঃসন্দেহে ভাগ্যবান, তা বলাই বাহুল্য। তবে এই সুযোগের সদ্ব্যবহার অনেকেই করতে পারেন না। ঘরোয়া ক্রিকেট বা আন্তর্জাতিক ক্রিকেটের শুরুটা ঝড়ের বেগে করেও তখন তাঁরা হারিয়ে যান বিস্মৃতির অতলে।
দেড়শ কোটি জনসংখ্যার দেশে প্রতিভার অভাব নেই। তাই মুহূর্তেই শূন্যস্থান পূরণ করার মত অন্য কাউকে খুঁজে পেতে বিশেষ বেগ পেতে হয় না নির্বাচকদের। আজকের ঝাঁ চকচকে গ্ল্যামারের যুগে ক্রিকেট থেকে যে অর্থ বা বৈভব একজন তরুণ ক্রিকেটার লাভ করতে পারেন। তা দ্রুত মাথা ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। সেক্ষেত্রে কেরিয়ার যেতে পারেন জলাঞ্জলী। এমনকি প্রেমের সম্পর্কে জড়িয় ক্রিকেট থেকে ফোকাস হারানোর ঘটনাও দেখা গিয়েছে অহরহ। বর্তমান ভারতীয় ক্রিকেটের পরিসরেও রয়েছেন এমন ৩ ক্রিকেটার, জীবনে নারীর আগমন যাঁদের ক্রিকেট কেরিয়ারের ক্ষতি করেছে।
Read More: World Cup 2023: শ্রেয়াস বা রাহুল নয়, বিশ্বকাপে ভারতের চার নম্বর ব্যাটসম্যান হবেন এই বিস্ফোরক ক্রিকেটার !!
ঈশান কিষণ-

বাংলাদেশের বিরুদ্ধে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিশতরান করার পর থেকেই আলোচনায় রয়েছেন ঝাড়খণ্ডের বছর ২৪-এর তরুণ ঈশান কিষণ (Ishan Kishan)। বর্তমানে ঋষভ পন্থ এবং কে এল রাহুলের অবর্তমানে তাঁকে উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে প্রথম পছন্দ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কিন্তু দ্বিশতরানের ইনিংসের পর ছন্দপতন হয়েছে ঈশানের (Ishan Kishan) ব্যাটিং-এ। নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে টিম ইন্ডিয়াতে (Team India) থাকলেও বড় রান করতে পারেন নি। ওপেনিং থেকে তাঁকে ঠেলে দেওয়া হয়েছে পাঁচ নম্বরে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাওস্কর ট্রফি এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দলে থাকলেও মাঠে নামতে পারেন নি তিনি।
মনে করা হচ্ছে ক্রিকেটে বর্তমানে ফোকাস করতে পারছেন না তিনি। পূর্বাঞ্চলের হয়ে দলীপ ট্রফি খেলতে অনুরোধ করা হয়েছিলো তাঁকে। কিন্তু সটান না করে দিয়েছেন ঈশান। মাঠের দুনিয়া থেকে ঈশানের (Ishan Kishan) ফোকাস সরে যাওয়ার পিছনে বান্ধবী অদিতি হুন্ডিয়াকে (Aditi Hundia) দায়ী করছেন অনেকে। ঈশানের সাথে মডেল অদিতির সম্পর্ক বহুদিনের। ২০১৭ সালে এফবিবি কালার্স ফেমিনা মিস রাজস্থানের শিরোপা জিতেছিলেন অদিতি। এভাবে চলতে থাকলে টিম ইন্ডিয়াতে (Team India) ঈশানের জায়গা ধরে রাখা কঠিন হবে বলে মত বিশেষজ্ঞদের।
পৃথ্বী শ-

ভারতের অনূর্দ্ধ-১৯ বিশ্বকাপ দলের অধিনায়ক ছিলেন পৃথ্বী শ (Prithvi Shaw)। তখনই বিশেষজ্ঞদের নজর কেড়েছিলেন তিনি। আগামীর তারকা হওয়ার সব রকমের সম্ভাবনা ছিলো তাঁর মধ্যে। পৃথ্বীর বয়স যখন চোদ্দো বা পনেরো, তখন স্বয়ং শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar) মুগ্ধ হয়ে গিয়েছিলেন তাঁর ব্যাটিং দেখে। কিন্তু সেই প্রতিভার সাথে সুবিচার করতে পারেন নি পৃথ্বী (Prithvi Shaw)। ২০১৮ সালে টিম ইন্ডিয়ার (Team India) হয়ে অভিষেক হলেও এখনও নিজেকে আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিষ্ঠা করা সম্ভব হয় নি তাঁর পক্ষে। মাঠে তাঁর পারফর্ম্যান্সে যেমন খামতি রয়ে গিয়েছে, তেমনই মাঠের বাইরে একাধিক বিতর্ক তাঁর ক্রিকেট কেরিয়ারের ক্ষতি করেছে।
পৃথ্বীর ক্ষেত্রেও শোনা যাচ্ছে ফোকাস সরে যাওয়ার কেন্দ্রে রয়েছে নারীঘটিত কারণই। মডেল এবং মারাঠি ছবির অভিনেত্রী নিধি তাপাড়িয়ার (Nidhi Ravi Tapadia) সাথে পৃথ্বীর সম্পর্কের গুঞ্জন শোনা যায়। ইন্সটাগ্রামে দুজনকে একসাথে ছবি পোস্ট করতে দেখা গিয়েছে একাধিক বার। নিধির সাথে পার্টিতেই মজতে দেখা গিয়েছে পৃথ্বীকে। ক্রিকেট মাঠের বদলে পার্টিতে বহু সময় অতিবাহিত করছেন তিনি। যা পারফর্ম্যান্সের ক্ষতি করছে। ২০২৩ সালে আইপিএলে হতশ্রী পারফর্ম করেছিলেন তিনি। অনুশীলনে ডুবে গিয়ে ভুলভ্রান্তি শুধরে নেওয়ার বদলে নিধির (Nidhi Ravi Tapadia) হাত ধরে আবু ধাবিতে বলিউডি এক অ্যাওয়ার্ড শো’তে দেখা যায় পৃথ্বীকে। সমালোচনার মুখে পড়েন তিনি।
শ্রেয়স আইয়ার-

এই তালিকায় তৃতীয় স্থানে থাকবেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। ভারতীয় দলের মিডল অর্ডার ব্যাটার শ্রেয়সের কোনো বান্ধবীর খবর জানা যায় না আপাতত। তবে টিম ইন্ডিয়াতে তাঁর সতীর্থ যুজবেন্দ্র চাহালের স্ত্রী ধনশ্রী বর্মার (Dhanashree Verma) সাথে শ্রেয়সের বন্ধুত্ব নিয়ে জোর চর্চা সমাজমাধ্যমে। শ্রেয়স ও ধনশ্রীকে অনেকটা সময় কাটাতে দেখা যায় একে অন্যের সাথে। বিভিন্ন অনুষ্ঠানে একসাথে দেখা যায় তাঁদের। বিভিন্ন সময় একসাথে নানা ছবিও তাঁরা শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। নৃত্যশিল্পী ধনশ্রীর (Dhanashree Verma) সাথে একাধিকবার নাচের ভিডিও’ও শেয়ার করেছেন শ্রেয়স। মাঠের বদলে সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সময় কাটানোর ফলে প্রস্তুতি সঠিক হচ্ছে না শ্রেয়সের।
বর্তমানে পিঠের চোটের কারণে ক্রিকেট থেকে দূরে রয়েছেন তিনি। শোনা যাচ্ছে বিশ্বকাপের আগে ফিট হয়ে উঠবেন শ্রেয়স (Shreyas Iyer)। বর্তমানে চলছে তাঁর রিহ্যাব। মাঠে ফেরার লড়াইতে সম্পূর্ণ মনোনিবেশ করার বদলে এখনও সোশ্যাল মিডিয়াতে মজে রয়েছেন তিনি। দিনকয়েক আগে একটি ভিডিও শেয়ার করেছিলেন ইন্সটাগ্রামে। সেখানে তাঁকে দেখা গিয়েছিলো গায়কের ভূমিকায়।