ম্যাচের মোড় ঘোরাতে পারেন অলরাউন্ডার’রা-

টি-২০ ক্রিকেটে অলরাউন্ডারদের ভূমিকা বিশাল। দ্রুতগতির খেলায় যখন তখন ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন অলরাউন্ডার’রা। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) রয়েছেন গুজরাত টাইটান্স দলে। তিনিই দলের অধিনায়ক। ৪ ওভার যেমন বোলিং তিনি করতে পারেন, তেমনই টপ-মিডল বা লোয়ার অর্ডারের যে কোনো জায়গায় পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করাতেও তাঁর জুড়ি মেলা ভার। গতবার হার্দিকের অনবদ্য পারফর্ম্যান্সও টাইটান্স দলের ট্রফি জেতার অন্যতম কারণ।
পান্ডিয়ার পাশাপাশি নজর থাকবে রাহুল তেওয়াটিয়ার (Rahul Tewatia) দিকেও। রাজস্থান রয়্যালস, দিল্লী ক্যাপিটালসের প্রাক্তনী তেওয়াটিয়াও বেশ কয়েকবার ডেথ ওভারের চাপ সামলে দুর্দান্ত ইনিংস খেলে দলকে জয় এনে দিয়েছেন। রশিদ খান’কে (Rashid Khan) মূলত বোলার হিসবে ব্যবহার করা হলেও ব্যাট হাতেও কার্য্যকরী হয়ে ওঠার ক্ষমতা রয়েছে তাঁর। রশিদ-রাহুল ও হার্দিক, এই অলরাউন্ডার ত্রয়ীর ত্রিফলা আক্রমণ গুজরাত’কে আসন্ন আইপিএলে সুবিধাজনক জায়গায় দাঁড় করাবে।
এছাড়াও গুজরাতের শক্তি তাদের টিম ম্যানেজমেন্ট’ও। কোচ ও ম্যান ম্যানেজার হিসেবে নিজেকে বিশ্বের সেরাদের পাশে প্রতিষ্ঠা করেছেন আশিষ নেহরা (Ashish Nehra)। খেলোয়াড়দের সাথে বন্ধুর মত মিশে তিনি সাজঘরের পরিবেশ অনেকটা হালকা করে দেন, যা খেলোয়াড়দের সাহায্য করে মাঠে চাপমুক্ত হয়ে পারফর্ম করতে। মেন্টর হিসেবে রয়েছেন বিশ্বকাপজয়ী গ্যারি কার্স্টেন (Gary Kirsten)। গত মরসুমে আলাদা করে নজর কেড়েছে হার্দিক পান্ডিয়ার ভয়ডরহীন নেতৃত্ব। দীর্ঘ অধিনায়কত্বের অভিজ্ঞতাসম্পন্ন কেন উইলিয়ামসন (Kane Williamson) গুজরাত দলে যোগ দেওয়ায় স্ট্র্যাটেজি নির্মাণেও টাইটান্স দলের শক্তি বহুগুণে বেড়েছে।
Virat Kohli | Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur