IPL 2023

ব্যাটিং বিভাগ হয়ে উঠেছে দারুণ শক্তিশালী-

Gill and Wriddhiman | IPL | image: twitter
The perfect blend of youth and experience in GT batting line up gives them an edge

গত বছর খাতায় কলমে গুজরাত টাইটান্স (GT) ব্যাটিং-কে টুর্নামেন্টের সবচেয়ে দুর্বল আখ্যা দিচ্ছিলেন বিশেষজ্ঞ’রা। তবুও তারাই চ্যাম্পিয়নের মুকুট লাভ করে। ম্যাথু ওয়েডের পরবর্তে ওপেনার হিসবে ঋদ্ধিমান সাহা’কে (Wriddhiman Saha) খেলিয়ে দারুণ সাফল্য পেয়েছিলো গুজরাত দল। এবারও ওপেনিং-এ ঋদ্ধিকেই দেখা যাওয়ার সম্ভাবনা। সাথে থাকবেন শুভমান গিল। গত কয়েক মাসে ব্যাট হাতে আগুনে ফর্মে রয়েছেন শুভমান (Shubman Gill)। ক্রিকেটের তিন ফর্ম্যাটেই রানের পাহাড় গড়েছেন। আন্তর্জাতিক টি-২০তে গুজরাত টাইটান্সের হোম গ্রাউন্ড আহমেদাবাদেই করেছেন ৬৩ বলে ১২৬*। তাঁর ছন্দে থাকা নিঃসন্দেহে ভরসা দেবে দল’কে।

এছাড়াও দক্ষিণ আফ্রিকান টি-২০ স্পেশ্যালিস্ট ডেভিড মিলারের (David Miller) ব্যাটের দিকেও তাকিয়ে থাকবে গুজরাত। গত ২৩ ডিসেম্বরের ‘মিনি’ নিলামেও ব্যাটিং বিভাগকে শক্তিশালী করে নিয়েছে গুজরাত টাইটান্স (GT) দল। মাত্র ২ কোটি টাকায় দলে নিয়েছে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন’কে (Kane Williamson)। তাঁর আইপিএল অভিজ্ঞতা বিশাল। এর আগে জিতেছেন সর্বোচ্চ রান সংগ্রাহকের কমলা টুপিও।

পাশাপাশি থাকছেন শ্রীকার ভরত’ও (KS Bharat)। স্পেশ্যালিস্ট ব্যাটারদের পাশাপাশি ঝড় তোলার জন্য রয়েছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), রাহুল তেওয়াটিয়া (Rahul Tewatia) এমনকি রশিদ খানও। সেই কারণেই গুজরাত ব্যাটিং-কে এই মরসুমে হালকা ভাবে নেওয়ার কোনো প্রশ্নই নেই।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *