কামাল করেছেন হার্দিক-নেহরা জুটি-

টি-২০ বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে লজ্জার হারের পর ঘরে বাইরে চূড়ান্ত সমালোচিত হচ্ছেন রোহিত শর্মা(Rohit Sharma)। তাঁর বয়স ছুঁয়েছে ৩৫। আগামী টি-২০ বিশ্বকাপ এখনও ২ বছর দূরে। ৩৭ এর রোহিত শর্মা’কে সেখানে দেখতে পাওয়া যাবে না বলেই মনে করছেন অনেকে। আগামীর কথা ভেবে নেতৃত্ব তাঁর থেকে কেড়ে এখনই হার্দিক পান্ডিয়া’র(Hardik Pandya) হাতে তুলে দেওয়ার কথা বলছেন অনেকে। আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড সফরে টি-২০ দলের দায়িত্ব হার্দিকের হাতে দিয়ে ভারতীয় বোর্ড’ও বুঝিয়েছে পান্ডিয়ার দিকে নজর রয়েছে তাদের। হার্দিক’ই(Hardik Pandya) যদি আগামীর নেতা হন তাহলে কোচ-ক্যাপ্টেন যুগলবন্দীর কথা ভেবে টি-২০ তে কোচ করা যেতে পারে আশিষ নেহরা’কে। সৌরভ গঙ্গোপাধ্যায়-জন রাইট, মহেন্দ্র সিং ধোনি-গ্যারি কার্স্টেন যেমন জুটিতে সাফল্য পেয়েছিলেন তেমনই সুপারহিট হার্দিক-নেহরা(Ashish Nehra) জুটিও। ২০২২ সালে প্রথম সুযোগেই আইপিএল জিতে তাক লাগিয়ে দিয়েছে গুজরাত টাইটান্স। সেখানে দল সামলেছেন অধিনায়ক পান্ডিয়া এবং কোচ নেহরা। তাই পরীক্ষিত এই জুটির হাতেই টি-২০ দলের দায়িত্ব দিতে পারে ভারতীয় বোর্ড। সেক্ষেত্রে সরে যেতে হবে রাহুল দ্রাবিড়’কে (Rahul Dravid)।