দ্রাবিড়ের দিন শেষ !! এই ৩ কারণে আশিষ নেহরা কোচের দায়িত্ব পেলেই কেবল সুরক্ষিত ভারতের টি-২০ ভবিষ্যত !! 1

ম্যান ম্যানেজমেন্টে দুর্দান্ত নেহরা-

Ashish Nehra | image: twitter
Ashish Nehra led Gujarat Titans to IPL triumph in their debut season.

ভারতের ক্রিকেটের জুনিয়র থেকে সিনিয়র, সবার কাছের মানুষ আশিষ নেহরা(Ashish Nehra)। সবার কাছেই তিনি হয় ‘আশু’ অথবা ‘আশুভাই।’ খেলোয়াড়দের সাথে বন্ধুর মতন মিশতে পারেন তিনি। মাতেন হাসি-মজায়। কোচসুলভ গাম্ভির্য্য বজায় রেখে চলেন না। কখনোই কোচের সাথে দলের দূরত্ব তৈরি হয় না তাই। বর্তমানে ভারতীয় দলে যাঁরা খেলছেন তাঁদের অনেকের সাথেই নিজের ক্রিকেট জীবনের নানা মুহুর্ত কাটিয়েছেন নেহরা(Ashish Nehra)। তাইজন্য নিজেদের সমস্যার কথা কোচের কাছে খুলতে বলতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করবেন তাঁরা। টি-২০ ক্রিকেটে চাপমুক্ত থেকে জয় তুলে আনার জন্য দলের মধ্যেকার হাসিখুশি ফুরফুরে পরিবেশ একান্ত প্রয়োজনীয়। আর নেহরা যে দলের সকলের সাথে বন্ধুর মতন মেশেন এই কথা তাঁর কোচিং-এ আইপিএল চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স দলের অনেকেই জানিয়েছেন সাক্ষাৎকারে। দ্রাবিড়ের(Rahul Dravid) সহজাত গাম্ভীর্য্যের বদলে নেহরা সুযোগ পেলে, টিমের মানসিক চাপ অনেক হাল্কা হবে তা একপ্রকার নিশ্চিত। আসতেই পারে সাফল্য।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *