দ্রাবিড়ের দিন শেষ !! এই ৩ কারণে আশিষ নেহরা কোচের দায়িত্ব পেলেই কেবল সুরক্ষিত ভারতের টি-২০ ভবিষ্যত !! 1

রবি শাস্ত্রী’কে সরিয়ে রাহুল দ্রাবিড়’কে (Rahul Dravid) যখন ভারতের কোচের পদে আনা হয়, তখন এক নতুন ভোরের আশা দেখেছিলেন দেশের ক্রিকেটপ্রেমী জনতা। দীর্ঘদিনের আইসিসি ট্রফির খরা মিটিয়ে দেশ’কে সাফল্যের সরণী’তে নিয়ে আসবেন প্রাক্তন ভারত অধিনায়ক। মনে করা হয়েছিলো তেমনটাই। তবে বাস্তবে আর আকাঙ্ক্ষা’তে বিস্তর ফারাক রয়ে গিয়েছে। এশিয়া কাপ হোক বা টি-২০ বিশ্বকাপ, আশা জাগিয়ে শুরু করেও ট্রফির স্বাদ পাওয়া থেকে বঞ্চিত’ই থেকে গিয়েছে ‘টিম ইন্ডিয়া।’ বিশেষ করে টি-২০ বিশ্বকাপে দলের স্ট্র্যাটেজি হোক বা প্রথম একাদশ চয়ন, একাধিক বিষয় নিয়ে আতসকাঁচের তলায় কোচ দ্রাবিড়ের(Rahul Dravid) পারফর্ম্যান্স। অধিনায়ক রোহিত শর্মা’র পাশাপাশি দলের হারের জন্য দায়ী করা হচ্ছে তাঁকেও। বর্তমানে বিশ্রামে রয়েছেন তিনি। তাঁকে ছাড়াই নিউজিল্যান্ডে সিরিজ খেলছে দল। শোনা যাচ্ছে তিন ফর্ম্যাটে কোচিং করতে গিয়ে অত্যধিক চাপে পড়ছেন রাহুল। তাই বিসিসিআই ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণ থেকে সরিয়ে দিতে পারে তাঁকে। দ্য ওয়ালের উত্তরসূরী হিসেবে শোনা যাচ্ছে আশিষ নেহরা’র(Ashish Nehra) নাম। যে ৩ কারণে দ্রাবিড়’কে সরিয়ে নেহরা’কে আনলে টি-২০ ক্রিকেটে সাফল্যের সিঁড়িতে চড়বে ‘টিম ইন্ডিয়া’, তার তালিকা রইলো এইখানে।

দ্রাবিড়ের চেয়ে টি-২০ তে অভিজ্ঞতা বেশী নেহরা’র-

Ashish Nehra | image: twitter
Ashish Nehra is more well versed with the T20 format than Rahul Dravid.

টেস্ট এবং একদিনের ক্রিকেটে ভারতীয় ক্রিকেটে কিংবদন্তীর পর্যায়ে পড়েন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। দুই ফর্ম্যাটেই তাঁর দশ হাজারের বেশী রান রয়েছে। করেছেন অজস্র শতরান। এছাড়াও যখনই দল বিপদে পড়েছে ঢাল হাতে লড়াই করেছেন তিনি। তাইজন্য তাঁকে ক্রিকেটের দেওয়াল’ও বলা হয়ে থাকে। কিন্তু টি-২০’র আঙিনায় বেশীদূর বিস্তৃত নয় রাহুলের অভিজ্ঞতার ঝুলি। দেশের হয়ে একটি টি-২০ ম্যাচ খেলেছেন তিনি। তাও কেরিয়ারের সায়াহ্নে। এর বাইরে কেবল আইপিএলের কিছু ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর ভাঁড়ারে। সেই কারণেই হয়ত দ্রুত গতির ক্রিকেটে মানিয়ে নিতে খানিক সমস্যায় পড়ছেন প্রাক্তন ভারত অধিনায়ক। অপরদিকে নিজের কেরিয়ারে চুটিয়ে টি-২০ ক্রিকেট খেলেছেন নেহরা(Ashish Nehra)। ২০১৭ অব্দি ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে দেশের প্রতিনিধিত্ব করেছেন  তিনি। ২৭ টি ম্যাচে নিয়েছেন ৩৫ উইকেট। এছাড়াও আইপিএলেও ৮৮ ম্যাচ খেলেছেন তিনি। নিয়েছেন ১০৬ উইকেট । ভারতের সাম্প্রতিক টি-২০ সমস্যার মূলে অনেক সময়েই দেখা যায় বোলিং ব্যর্থতা। একজন বোলার হিসেবে কোন পিচে কেমন বোলিং আক্রমণ খেলালে দলের লাভ হবে তা দ্রাবিড়ের(Rahul Dravid) চেয়ে ঢের ভালো বুঝবেন নেহরা(Ashish Nehra)। তাই টি-২০ ক্রিকেটে তাঁর বিপুল অভিজ্ঞতা দ্রাবিড়ের চেয়ে এগিয়ে রেখেছে প্রাক্তন পেসার’কে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *