TOP 3: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই টেস্টের সিরিযে সহজেই জয় তুলে নিয়েছে টিম ইন্ডিয়া (Team India)। ডোমিনিকার উইন্ডসর পার্কের মাঠে ইনিংস এবং ১৪১ রানের ব্যবধানে জয় দিয়ে সফরটা শুরু করেছিলো রোহিত শর্মার দল। দুর্দান্ত ব্যাটিং করেছিলেন নবাগত যশস্বী জয়সওয়াল। রান পেয়েছিলেন অধিনায়ক রোহিত’ও। বল হাতে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছিলেন রবিচন্দ্রণ অশ্বিন (Ravichandran Ashwin)। দ্বিতীয় টেস্টে অবশ্য ভাগ্য বাধা হয়ে দাঁড়ালো টিম ইন্ডিয়ার সামনে। বিরাট কোহলির (Virat Kohli) শতরান, রোহিত-ঈশানদের বড় রান সত্ত্বেও নিশ্চিত জেতা ম্যাচ হাতছাড়া হলো পঞ্চম দিনের খেলা সম্পূর্ণ ভেস্তে যাওয়ায়। ওয়েস্ট ইন্ডিজকে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জেই হোয়াইটওয়াশ করার কৃতিত্ব স্পর্শ করা হলো না রোহিত শর্মার দলের।
টেস্টের পর এবার একদিনের ক্রিকেটে মুখোমুখি হবে দুই দেশ। আগামী বৃহস্পতিবার কিংসটনের মাঠে চ্যালেঞ্জ শুরু হচ্ছে টিম ইন্ডিয়ার (Team India)। চলতি বছরেই রয়েছে এশিয়া কাপ, একদিনের বিশ্বকাপের (ICC World Cup 2023) মত হেভিওয়েট টুর্নামেন্ট, তার আগে ভারতীয় দলের স্ট্র্যাটেজি সম্পর্কে খানিক আভাস পাওয়া যেতে পারে এই সিরিজ থেকে। ১৮ সদস্যের দল্ একদিনের সিরিজের জন্য ঘোষণা করেছে ভারত। যশস্বী (Yashasvi Jaiswal), ঋতুরাজদের মত তরুণরা যেমন সুযোগ পেয়েছেন, তেমনই জয়দেব উনাদকাট (Jaydev Unadkat), সূর্যকুমার যাদবদের মত সিনিয়ররাও রয়েছেন স্কোয়াডে। বিশ্বকাপের সেরা এগারো বেছে নেওয়ার লক্ষ্যে পরীক্ষানিরীক্ষার পথে যেতে পারেন কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। তবে এই তিন ক্রিকেটার যে তাঁর ভাবনায় থাকবেন না, তা বলে দেওয়াই যায়।
Read More: Asia Cup 2023: এশিয়া কাপের জন্য দল বেছে নিলেন অজিত আগারকর, বিরাট কোহলির ঘাড়ে বড় দায়িত্ব !!
সঞ্জু স্যামসন-

কেরলের সঞ্জু স্যামসন (Sanju Samson) শেষবার একদিনের ক্রিকেটে ভারতের জার্সি গায়ে চাপিয়েছেন গত বছরে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটি ম্যাচে সুযোগ পেয়েছিলেন। সেই ম্যাচে ৩৬ রানের ইনিংস খেলা সত্ত্বেও পরের ম্যাচে বাদ পড়েছিলেন। এরপর শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দেশের মাঠে টিম ইন্ডিয়া একদিনের সিরিজ খেললেও দলে জায়গা হয় নি তাঁর। এমনকি বছরের গোড়ায় শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজে ভারতীয় দলের অংশ ছিলেন স্নজু (Sanju Samson)। কিন্তু ফিল্ডিং-এর সময় হাঁটুতে চোট পাওয়ায় ছিটকে যান। তারপর থেকে কোনো টি-২০ সিরিজেও ফেরানো হয় নি তাঁকে। প্রায় ছয় মাসের বিরতির পর উইন্ডিজের বিরুদ্ধে সীমিত ওভারের দলে সুযোগ পেয়েছেন তিনি। তবে স্কোয়াডে থাকলেও সম্ভবত একাদশের অংশ হওয়া হচ্ছে না তাঁর। সময় কাটবে রিজার্ভ বেঞ্চে বসেই।
একদিনের সিরিজে টিম ইন্ডিয়ার (Team India) হয়ে দস্তানা হাতে উইকেটের পিছনে যে দেখা যাবে ঈশান কিষণ (Ishan Kishan)-কে, তা একপ্রকার নিশ্চিত। আগেও রোহিত শর্মার (Rohit Sharma) দল ঈশানের উপরেই অধিক আস্থা রেখেছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও সম্ভবত দেখা যেতে চলেছে একই চিত্র। টেস্ট সিরিজে কে এস ভরতকে বাইরে রেখে ঈশানকে জায়গা করে দিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা। ডোমিনিকা এবং ত্রিনিদাদে ভালোই পারফর্ম করেছেন তিনি। ডোমিনিকায় বেশ কিছু ভালো ক্যাচ নিলেও ব্যাটিং-এর বিশেষ সুযোগ আসে নি। তবে ত্রিনিদাদে প্রথম ইনিংসে ২৫ এবং দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৪ বলে ৫২* রান করে ঈশান (Iahan Kishan) বুঝিয়েছেন ফর্মে রয়েছেন তিনি। টেস্টের পারফর্ম্যান্সের পর ভারতীয় দলের উইকেটরক্ষক তিনিই হতে চলেছেন। সুতরাং অতিরিক্তের তাকিকাতেই থাকবেন সঞ্জু।
জয়দেব উনাদকাট-

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের একদিনের দলে জায়গা পেয়েছেন সৌরাষ্ট্রের জয়দেব উনাদকাট (Jaydev Unadkat)। তবে বাঁ-হাতি পেসারের মাঠে নামার সম্ভাবনা খুবই কম। টেস্টে দুই ম্যাচেই তাঁকে সুযোগ দিয়ে দেখেছিলো টিম ইন্ডিয়া। কিন্তু সেই আস্থার মর্যাদা রাখতে পারেন নি উনাদকাট। ডোমিনিকা বা ত্রিনিদাদ-কোনো মাঠেই তাঁর বলে বেকায়দায় পড়তে দেখা যায় নি উইন্ডিজ ব্যাটারদের। দুই টেস্ট মিলিয়ে তাঁর উইকেটের সংখ্যা শূন্য। লাল বল হাতে হতশ্রী পারফর্ম্যান্সের পর একদিনের সিরিজের প্রথম একাদশে তাঁকে খেলানোর ঝুঁকি নেবেন না অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। আইসিসি র্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের দুই নম্বর বোলার মহম্মদ সিরাজ রয়েছেন টিম ইন্ডিয়াতে। তাঁর সাথে একাদশে থাকতে পারেন শার্দুল ঠাকুর।
বোলিং-এর পাশাপাশি ব্যাট হাতে লোয়ার অর্ডারে কার্যকরী হতে পারেন শার্দুল (Shardul Thakur)। যা তাঁকে একাদশে জায়গা করে দিতে পারে। উনাদকাট বাদ পড়ায় তৃতীয় পেসার হিসেবে জায়গা পাবেন মুকেশ কুমার (Mukesh Kumar) এবং উমরান মালিকের (Umran Malik) মধ্যে একজন। মুকেশ ত্রিনিদাদে দ্বিতীয় টেস্ট খেলেছেন। ভালোই বোলিং করেছেন। গতি এবং নিয়ন্ত্রনে ধারাবাহিকতা বজায় রেখে তুলেছেন দুই উইকেট। ফর্মের পাল্লা ঝুঁকে রয়েছে তাঁর দিকে। অন্যদিকে উমরান ইতিমধ্যেই একদিনের ক্রিকেটে বেশ কিছু ম্যাচ খেলে ফেলেছেন। তাঁর মূল শক্তি তাঁর এক্সপ্রেস গতি। পিচে যদি ঘাস থাকে তাহলে গতির ঝড় বইয়ে প্রতিপক্ষকে মাত করার লক্ষ্য নিয়ে উমরানকে মাঠে নামাতে পারে টিম ইন্ডিয়া (Team India)।
অক্ষর প্যাটেল-

তালিকায় তৃতীয় নাম হতে পারেন অক্ষর প্যাটে্লের (Axar Patel)। জাদেজা আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটানোর পর টিম ইন্ডিয়ার (Team India) একাদশে জায়গা হারিয়েছেন অক্ষর। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ছয় নম্বরে ব্যাট হাতে দেখা যাবে জাদেজাকে (Ravindra Jadeja)। ১০ ওভার বোলিং’ও করবেন তিনি। এর সাথে অক্ষরকেও প্রথম একাদশে রাখলে বৈচিত্রের অভাব দেখা যেতে পারে দলের আক্রমণে। শার্দূল ঠাকুর থাকায় অক্ষরের ব্যাটিং দক্ষতারও বিশেষ প্রয়োজন পড়বে না ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে।
সেক্ষেত্রে গুজরাতের অলরাউন্ডারকে বাইরে রেখে একজন অতিরিক্ত ফ্রন্ট লাইন স্পিনার খেলানোর কথা ভাবতে পারে ভারতীয় দল। প্রত্যাবর্তন ঘটতে পারে কুল-চা জুটির। টিম ইন্ডিয়ার হয়ে গত কয়েকটি একদিনের ম্যাচে বেশ ভালো বোলিং করেছেন কুলদীপ (Kuldeep Yadav)। আইপিএলে দুরন্ত পারফর্ম করেছেন চাহালও (Yuzvendra Chahal)। ফর্মে থাকা এই দুই স্পিনারই হতে পারেন রোহিত শর্মার বাজি।