চেতেশ্বর পূজারা-
বাংলাদেশের বিরুদ্ধে ব্যাট হাতে বেশ ভালো পারফর্ম করেছেন পূজারা (Cheteshawar Pujara)। চট্টগ্রামে ৯০ করার পর মীরপুরেও শতরান করেছিলেন তিনি। তবে প্রতিপক্ষ হিসেবে ধারে ভারে বাংলাদেশের চেয়ে অনেক গুণে এগিয়ে অস্ট্রেলিয়া তা যে কেউ মেনে নেবেন একবাক্যে। বাংলাদেশ সফরের আগের কয়েলটি ম্যাচ দেখলে বোঝা যাবে যে সেরা ফর্মের চেয়ে অনেকটা দূরেই রয়েছেন পূজারা। মীরপুরে শতরান করার আগে ৫০ ইনিংসে কোনো শতরান ছিলো না। ব্যাটে রান পেতে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘসময়। এমনকি মাঝে ভারতীয় দল থেকে বাদও দেওয়া হয়েছিলো তাঁকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে গত বছরের গোড়ার দিকে টেস্ট সিরিজে জায়গা হয় নি তাঁর। কাউন্টি ক্রিকেট খেলতে হয়েছিলো পূজারাকে (Cheteshawar Pujara)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের শুরুর দিকে যদি ফের শান্ত হয়ে যায় পূজারার ব্যাট তাহলে দরজা খুলতেই পারে পৃথ্বী শ-এর (Prithvi Shaw) সামনে।