শ্রেয়স আইয়ার

মুম্বইয়ের আইয়ার’কে ভারতের তিন ফর্ম্যাটের দলেই বিরাট কোহলি’র যোগ্য উত্তরসূরী বলা হচ্ছিলো কিছুদিন আগে অব্দিও। ভারতের সীমিত ওভারের দলের চার নম্বর ব্যাটিং পজিশনে তাঁকেও সুযোগ দেওয়া হয়েছিলো কিছু ম্যাচ। তবে সূর্যকুমারের(Suryakumar Yadav) ব্যাটিং ক্যারিশ্মা তিনি দেখাতে পারেন নি। ব্যাটিং অর্ডারে ‘স্কাই’ জাঁকিয়ে বসায় জাতীয় দলে আর নিয়মিত নন আইয়ার(Shreyas Iyer)। সূর্য এবং শ্রেয়স দু’জনেই চার নম্বরে ব্যাট করেন। এই মুখোমুখি টক্করে টি-২০ বিশ্বর্যাঙ্কিং-এ ১ নম্বরে থাকা ‘মিস্টার ৩৬০’ অনেকটাই পিছনে ফেলে দিয়েছেন কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক শ্রেয়স’কে। এখনও অব্দি ৪৮ টি টি-২০ তে ১০৪৩ রান শ্রেয়স করেছেন ভারতের হয়ে, রয়েছে ৭ টি অর্ধশতক। ৩৩ টি একদিনের ম্যাচে ১২৯৯ রান রয়েছে তাঁর। পারফর্ম্যান্স ভালো হলেও তিনি ঢাকা পড়ে যাচ্ছে সূর্যকুমারের(Suryakumar Yadav) আলোয়।