TOP 3: ভারতের ক্রিকেট আকাশে ঝলমল করছেন সূর্যকুমার যাদব, তাঁর কারণে অস্তাচলে যে ৩ ক্রিকেটারের কেরিয়ার !! 1

সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) এখন ভারতের ব্যাটিং-এর এক বিস্ময়। তিনি বাইশ গজে এলেই টিভিতে চোখ রাখছে আট থেকে আশি। তাঁর বিপুল অস্ত্র ভাণ্ডার থেকে কোন তীর’টি এবার বের করতে চলেছেন তিনি, সেই নিয়ে আলোচনা চলছে পাড়ার চায়ের দোকান থেকে টেলিভিশনের বিশেষজ্ঞ প্যানেলেও। ল্যাপ শট, দিলস্কুপ, ফ্লিক, স্যুইপ হোক বা ধ্রুপদী কভার ড্রাইভ, সূর্যের(Suryakumar Yadav) মত মাঠের প্রতি কোণায় চার ছক্কা মারার ক্ষমতা আর কারও নেই। এবি ডিভিলিয়ার্স অবসর নেওয়ায় যে শূন্যতা তৈরি হয়েছিলো তার অনেকটা পূরণ করে দিয়েছেন ভারতের স্কাই। ক্রিকেটপ্রেমীরা আদর করে তাঁকে দাকছেন মিস্টার ৩৬০। এর মধ্যে টি-২০ ক্রিকেটে দুইখানি শতরানের মালিক হয়েছেন তিনি। দুটিই এসেছে বিদেশে মাঠে। সদ্যসমাপ্ত টি-২০ বিশ্বকাপেও করেছেন তিনখানি অর্ধশতক। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কঠিন পিচে তাঁর ইনিংসটিকে গৌতম গম্ভীরের মত অনেক প্রাক্তনী ভারতের সর্বকালের সেরা টি-২০ ইনিংস বলছেন। ইতিমধ্যেই টি-২০ ক্রিকেটে বিশ্বর‍্যাঙ্কিং-এ একে উঠে এসেছেন তিনি। এক ক্যালেন্ডার বছরে সবচেয়ে বেশী ছক্কা হাঁকানোর রেকর্ডটিও করেছেন নিজের নামে। কুড়ি-বিশের ক্রিকেটে সূর্য যুগ শুরু হয়েছে যেন। ভারতের আকাশে তাঁর রৌদ্রজ্জ্বল উপস্থিতি কিন্তু গ্রহণের ছায়া এনে দিয়েছে অন্তন ৩ জন ক্রিকেটারের কেরিয়ারে। সূর্যের (Suryakumar Yadav) জন্য সুযোগ মিলছে না তাঁদের। দেখে নিন সেই নামের তালিকা।

রাহুল ত্রিপাঠী

Rahul Tripathi | image: twitter
Rahul Tripathi is not getting a chance due to Surya’s explosive batting.

ভারতীয় দলের স্কোয়াডে সুযোগ এলেও এখনও নীল জার্সিতে অভিষেক হয় নি ৩১ বর্ষীয় রাহুল ত্রিপাঠীর(Rahul Tripathi)।  মহারাষ্ট্রের ব্যাটার ত্রিপাঠীর ঘরোয়া ক্রিকেটে রেকর্ড বেশ ভালো। এই বছর ইংল্যান্ডের বিপক্ষে ১টি টি-২০ ম্যাচে তাঁকে স্কোয়াডে রাখা হয়েছিলো। জিম্বাবুয়ের বিরুদ্ধে টি-২০ সিরিজেও দলের সাথে গিয়েছিলেন ত্রিপাঠী, তবে সূর্যকুমারের ব্যাটিং বিস্ফোরণের ফলে দলে কোনও জায়গা খালি হয়নি যেখানে তাঁকে সুযোগ দেওয়া যায়। আইপিএলে অবশ্য তাঁর পারফর্ম্যান্স বেশ ভালো। গত বছর ১৪ টি ম্যাচে ১৫৮ ট্রাইক রেটে ৪১৩ রান করেছেন তিনি। তাঁর ভালো প্রদর্শনের পুরষ্কার হিসেবে সানরাইজার্স দল তাদের ‘রিতেনশন’ লিস্টের উপরের দিকেই রেখেছে রাহুল’কে। চলতি বিজয় হাজারে ট্রফিতেও ভালো ফর্মে রয়েছেন ত্রিপাঠী (Rahul Tripathi)। করেছেন একাধিক শতরান। কবে জাতীয় দলের জার্সি পান সেইদিকেই তাকিয়ে এখন তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *