সঞ্জু স্যামসন

তালিকায় দ্বিতীয় নাম কেরালা’র প্রতিভাবান উইকেটরক্ষক ব্যাটার সঞ্জু স্যামসনের(Sanju Samson)। সঞ্জু’ও জাতীয় দলে মাঝেমধ্যে সুযোগ পেলেও নিয়মিত নন। আর তার প্রধান কারণ হিসেবে মিডল অর্ডারে সূর্যকুমার যাদবের জাঁকিয়ে বসার দিকেই আঙুল তোলা যায়। এমনিতে সঞ্জু’কে(Sanju Samson) ওপেনিং থেকে শুরু করে মিডল অর্ডারে যে কোনও পজিশনে খেলানো যায়। তবে ভারতীয় দলে শুরু থেকে নম্বর সাত অব্দি সব ব্যাটিং পজিশনেই কেউ না কেউ রয়েছেন যাঁদের এই মুহূর্তে সরানোর কথা ভাবছে না দল। খালি ফাঁকা ছিলো নম্বর চার। সূর্যের আবির্ভাবে ভরে গেছে সেটিও। স্বল্প সুযোগ পেলেও ভালোই পারফর্ম্যান্স সঞ্জু’র। এখনও অব্দি তিনি মাত্র ১০ টি একদিনের ম্যাচ খেলেছেন ভারতের হয়ে। করেছেন ২৯৪ রান। সর্বোচ্চ ৮৬। ব্যাটিং গড় ৭৩.৫। ব্যাটিং তালিকার নীচের দিকে খেলার সুযোগ পাওয়ায় বিশেষ আউট হন নি তিনি। ২ টি অর্ধশতরানসহ তাঁর স্ট্রাইক রেট’ও দুর্দান্ত। একদিনের ম্যাচে ১০৭ এর কাছে স্ট্রাইক রেট তাঁর। টি-২০ ম্যাচ তিনি খেলেছেন ১৬ টি। করেছেন ২৯৬ রান। রয়েছে একটি অর্ধশতক। এছাড়াও আইপিএলেও তাঁর রেকর্ড চমকপ্রদ। রয়েছে ৩ টি শতরান। তবে সূর্যকুমারের (Suryakumar Yadav) অতিমানবীয় ব্যাটিং-এ ঢেকে যাচ্ছেন তিনি।