২০০৮, চেন্নাই-

তৃতীয় ঘটনাটি প্রকাশ্যে এনেছিলেন মহেন্দ্র সিং ধোনি’র (MS Dhoni) চেন্নাই সুপার কিংস সতীর্থ সুব্রহ্মনিয়ম বদ্রীনাথ। আইপিএলের প্রথম মরসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে লো-স্কোরিং ম্যাচে হেরে বসেছিলো চেন্নাই। ১২৭ তাড়া করতে নেমে তারা গুটিয়ে যায় ১১২ রানে। গুরুত্বপূর্ণ সময়ে যেভাবে উইকেট ছুঁড়ে দিয়ে এসেছিলেন বদ্রীনাথ (S Badrinath) তারপর আর মেজাজ ঠিক রাখতে পারেন নি মাহি, সাক্ষাৎকারে স্মৃতিচারণ করেছেন তামিলনাড়ুর ক্রিকেটার। তিনি জানিয়েছেন, “অনিল কুম্বলে’কে ল্যাপ শট মারতে গিয়ে আমি এলবিডব্লু হয়ে গিয়েছিলাম। ও যখন ড্রেসিংরুমের মধ্যে ঢুকছিলো তখন আমি সেখানে দাঁড়িয়ে ছিলাম। আমার সামনে একটা ছোটো জলের বোতল রাখা ছিলো। সেটাকে ও লাথি মেরে দূরে ছিটকে দিয়েছিলাম। আমরা ভেবেছিলাম ‘হে! ভগবান।’ সেই সময় ওর চোখের দিকে তাকাতে চাইছিলাম না আমরা।”
Also Read: দিল্লী প্রিমিয়ার লীগে নাম লেখালেন বিরাট, মাঠ মাতাতে দেখা যাবে পন্থ-বাদোনিদেরও !!