top-3-moments-when-ms-dhoni-lost-cool

২০১৮, সেঞ্চুরিয়ন-

Manish Pandey and MS Dhoni | Image: Getty Images
Manish Pandey and MS Dhoni | Image: Getty Images

প্রতিপক্ষ বা আম্পায়ার নয়, ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরিয়নে টি-২০ ম্যাচ চলাকালীন সতীর্থ মনীশ পাণ্ডে ছিলেন মহেন্দ্র সিং ধোনি’র (MS Dhoni) নিশানায়। ঘটনার সূত্রপাত ভারতীয় ইনিংসের শেষ ওভারে। একটি বল মিড-উইকেটের দিকে ঠেলে সিঙ্গল নিয়েছিলেন মনীশ। রানিং বিট্যুইন দ্য উইকেটের জন্য সুনাম রয়েছে ধোনি’র। তিনি ভেবেছিলেন যে সিঙ্গল নয় বরং দুই রান নেওয়া যাবে সহজেই। কিন্তু মনীশ (Manish Pandey) সাড়া দেন নি তাঁর ডাকে। রান হাতছাড়া হওয়ার পরেই ক্ষোভে ফেটে পড়েন মহাতারকা। সাধারণত মাঠে গালিগালাজ করতে শোনা যায় নি ধোনি’কে। কিন্তু সেদিন খুলে গিয়েছিলো মুখের যাবতীয় আগল। তাঁর মুখনিসৃত “বো%&কে ইধর দেখ লে!” ধরা পড়েছিলো মাঠের স্টাম্প মাইকে। সেই ঘটনার ভিডিও বেশ ভাইরাল হয়েছিলো সোশ্যাল মিডিয়ায়। এখনও মিম হিসেবে বেশ জনপ্রিয় তা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *