TOP 3: ভারতীয় ক্রিকেটের এক উজ্জ্বল জ্যোতিষ্ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। ২০০৪ সালে আন্তর্জাতিক আঙিনায় পা রেখেছিলেন তিনি। তাঁর মধ্যে থাকা নেতৃত্বের সহজাত দক্ষতা নজর এড়ায় নি বোর্ডের। ২০০৭-এ প্রথমবার ভারতকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পান। বাজিমাত করেন টি-২০ বিশ্বকাপে। এরপর তাঁর হাত ধরে ওয়ান ডে বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফির মত টুর্নামেন্ট জিতেছে ‘মেন ইন ব্লু।’ টেস্টে প্রথমবার পৌঁছেছে র্যাঙ্কিং-এর শীর্ষস্থানে। নেতা হিসেবে কোথায় অনন্য ধোনি? বিশ্লেষণ করতে বসে অনেকেই উল্লেখ করেন তাঁর হিমশীতল মস্তিষ্কের কথা। কঠিন পরিস্থিতিতেও হিতাহিতজ্ঞানশূন্য হয়ে পড়ে না ধোনি (MS Dhoni)। চটজলদি সিদ্ধান্ত নিয়ে ম্যাচের মোড় পারেন তিনি। যার জন্য ভক্তেরা তাঁকে ডাকেন ‘ক্যাপ্টেন কুল’ বলে। তবে মেজাজ যে একেবারে হারান না তা নয়। অন্তত তিনটি ক্ষেত্রে ধোনি’কে ক্ষোভে ফেটে পড়তে দেখেছে ক্রিকেটজনতা।
Read More: “গোটা ভারত জেনে গেছে…” যুজবেন্দ্র চাহালের অকপট স্বীকারোক্তি, মাহবেশের সাথে সম্পর্কে দিলেন সিলমোহর !!
২০১৯, জয়পুর-

২০১৯ সালের ১১ এপ্রিল আইপিএলের ম্যাচে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হয়েছিলো চেন্নাই সুপার কিংস। রান তাড়া করতে নামা চেন্নাইয়ের শেষ ৩ বলে প্রয়োজন ছিলো ৮ রান। সেই সময় একটি নো-বল করেন রাজস্থানের বেন স্টোকস। মাঠে উপস্থিত আম্পায়ার প্রথমে নো-বল ঘোষণা করলেও পরে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেন। এতেই মেজাজ হারান ধোনি (MS Dhoni)। স্বভাববিরুদ্ধ ভাবেই ডাগ-আউট থেকে মাঠে ঢুকে পড়েন তিনি। দীর্ঘক্ষণ চলে তর্কাতর্কি। শেষমেশ চেন্নাই অধিনায়ক যখন মাঠ ছাড়েন তখনও ক্ষোভ স্পষ্ট ছিলো তাঁর চোখে-মুখে। নির্বাসিত না হলেও এই ঘটনার জন্য ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা করা হয়েছিলো ধোনি’কে (MS Dhoni)। পরে একটি সাক্ষাৎকারে সেদিন মেজাজ হারানোর জন্য আফসোস‘ও করেছেন ক্রিকেট কিংবদন্তি। “বড়সড় ভুল করেছিলাম,” স্বীকার করে নেন তিনি।