TOP 3: হায়দ্রাবাদে লজ্জাজনক হারের পর ভারতীয় দলকে বিদায় জানাতে চলেছেন তিন তারকা ক্রিকেটার !! 1

TOP 3: আজ এক জমজমাট ক্রিকেট ম্যাচের সাক্ষী থাকলো হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়াম। ভারত বনাম ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্টে হাড্ডাহাড্ডি লড়াই হলো দুই হেভিওয়েট দলের মধ্যে। শেষমেশ মাথা উঁচু করে মাঠ অবশ্য ছাড়লো সফরকারী ইংল্যান্ড দল। প্রথম ইনিংসে ১৯০ রানের বিশাল লিড নেওয়ার পরেও ২৮ রানে হারতে হলো ভারতকে। নিজেদের ইতিহাসে এই প্রথম ১০০ রানের বেশী লিড নেওয়ার পরেও পরাজিত হতে হলো টিম ইন্ডিয়াকে। অনবদ্য ১৯৬ রানের ইনিংস খেলে ইংল্যান্ডকে জয় ছিনিয়ে নিতে সাহায্য করলেন অলি পোপ (Ollie Pope)। ভারতকে ডোবালো তাদের ব্যাটিং ব্যর্থতা। স্পিনের বিরুদ্ধে ভারতীয় ব্যাটারদের দুর্বলতা প্রমাণ হলো আরও একবার। আজকের হারের পর দেশের ক্রিকেটমহলে বেশ কিছু পরিবর্তনের প্রত্যাশা করছেন বিশেষজ্ঞরা। অবসর নিতে পারেন এই তিন ক্রিকেটার।

Read More: IND vs ENG: নিজামের শহরে বাজবলের জয়জয়কার, পোপ-হার্টলি যুগলবন্দীতে ২৮ রানের ব্যবধানে পরাজিত টিম ইন্ডিয়া !!

শিখর ধাওয়ান-

Shikhar Dhawan | ভারত | Image: Getty Images
Shikhar Dhawan | Image: Getty Images

দেশের হয়ে ৩৪টি টেস্ট খেলেছেন শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। ৫৮ ইনিংসে ৪০.৬১ গড়ে শিখরের সংগ্রহ ২৩১৫ রান। একদিনের আন্তর্জাতিক কেরিয়ারে ১৬৭ ম্যাচ খেলে করেছেন ৬৭৯৩ রান। ব্যাটিং গড় ৪৪.১১। ৯১.৩৫ স্ট্রাইক রেট শিখরের। ভারতের হয়ে একদিনের ক্রিকেটে ১৭টি শতরান এবং ৩৯টি অর্ধশতক রয়েছে তাঁর। চমকপ্রদ পরিসংখ্যান হলেও ধাওয়ান যে এই মুহূর্তে নেই ভারতীয় দলের ভাবনায়, তা নিঃসন্দেহে বলে দেওয়া যায়। ২০২২ সালের ডিসেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজের পর আর দেশের জার্সিতে খেলা হয় নি তাঁর। সাম্প্রতিক অতীতে যে ট্রেন্ড ভারতীয় ক্রিকেটে দেখা গিয়েছে, তাতে আজ হায়দ্রাবাদের লজ্জাজনক হারের পরেও ধাওয়ানকে ফেরানোর সম্ভাবনা প্রায় শূন্য। ক্রমাগত উপেক্ষি হতে হয়ে হয়ত অবসরই নিতে পারেন তিনি।

চেতেশ্বর পূজারা-

Cheteshwar Pujara | ভারত | Image: Getty Images
Cheteshwar Pujara | Image: Getty Images

ভারতের টেস্ট দলের কিংবদন্তি ক্রিকেটারদের তালিকায় জায়গা করে নেবেন চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)। এক দশকেরও বেশী সময় জুড়ে বিস্তৃত কেরিয়ারে ১০৩টি টেস্ট খেলেছেন তিনি। ৪৩.৬০ গড়ে ৭১৯৫ রান রয়েছে তাঁর ঝুলিতে। শতকের সংখ্যা ১৯টি। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া হোক বা ভারত, তিন নম্বরে ব্যাট করতে নেমে বহুবার ভারতের ত্রাতা হয়ে উঠতে দেখা গিয়েছে তাঁকে। গত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ব্যর্থতার পর জাতীয় দল থেকে বাদ পড়েছেন তিনিও। পূজারার পরিবর্ত হিসেবে শুভমান গিলকে ব্যবহার করে দেখছে ভারত। ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লাগাতার ব্যর্থ হয়েছেন তিনি। তা সত্ত্বেও ইংল্যান্ড সিরিজের জন্য পূজারা নয়, বরং গিলকেই বেছে নিয়েছেন নির্বাচকেরা। রঞ্জি ট্রফিতে সৌরাষ্ট্রের হয়ে দ্বিশতক করেও দলে ফেরার রাস্তা খুঁজে পান নি পূজারা। সেই আক্ষেপ থেকেই হয়ত অবসর নিতে পারেন তিনি।

অজিঙ্কা রাহানে-

Ajinkya Rahane | ভারত | Image: Getty Images
Ajinkya Rahane | Image: Getty Images

তালিকায় তৃতীয় নাম হতে পারে অজিঙ্কা রাহানের (Ajinkya Rahane)। গত কয়েক মাসে অজিঙ্কা রাহানের আন্তর্জাতিক কেরিয়ারের ওঠানামাকে তুলনা করা যেতে পারে রোলার কোস্টারের সাথে। কে এল রাহুল চোট পাওয়ায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে দলে ফেরেন রাহানে। ১৬ মাস পর দেশের জার্সি গায়ে দুই ইনিংসেই লড়াকু ইনিংস খেলেন। ওয়েস্ট ইন্ডিজ সফরে শুধু দলে রাখা হয় নি তাঁকে, একই সঙ্গে ফেরানো হয়েছিলো সহ-অধিনায়ক পদেও। কিন্তু রোচ, ব্রেথওয়েটদের বিরুদ্ধে ব্যর্থ হওয়ার পর আর নিজেকে প্রমাণের কোনো রকম সুযোগ দেওয়া হয় নি তাঁকে। সরাসরি বাদ দেওয়া হয় দেশের হয়ে ৮৫ টেস্টে ৫০৭৭ রান করা রাহানেকে। তিনি যে পরিকল্পনায় নেই তা দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড সিরিজের দল থেকে স্পষ্ট। রঞ্জিতে মুম্বইয়ের হয়েও রানের মধ্যে নেই তিনি। অফ ফর্ম তাঁকে ঠেলে দিতে পারে অবসরের দিকে।

Also Read: ভারতীয় ভক্তদের জন্য সুসংবাদ, সুস্থ হয়ে নেটে ফিরলেন পান্ডিয়া, ভিডিও ভাইরাল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *