অ্যারন ফিঞ্চ
অ্যালেক্স হেলস সরে যাওয়ায় তাঁর বদলি হিসেবে কলকাতা দলে নেয় অ্যারন ফিঞ্চ’কে(Aaron Finch)। অস্ট্রেলিয়ার সীমিত ওভারের দলের অধিনায়ক ফিঞ্চ টি-২০ ক্রিকেটের ইতিহাসে একজন বড় নাম। দেশে বিদেশে বহু জায়গায় বড় রান করেছেন তিনি। আন্তর্জাতিক টি-২০ তে এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড’ও ফিঞ্চের দখলে। আইপিএলে ইতিমধ্যে ৯ টি দলের হয়ে খেলেছেন তিনি। ৯২ ম্যাচে করেছেন ২০৯১ রান। গড় ৩০ এর কাছে। নাইট বাহিনী’র হয়ে ৫ ম্যাচে ৮৬ রান করেন তিনি। গোটা মরসুম ওপেনিং সমস্যায় ভোগা নাইট রাইডার্স মরসুমের শেষের দিকে সুযোগ দেয় তাঁকে। নিজের ৫ টি ম্যাচের মধ্যেই একটি ঝকঝকে ৫৮ রানের ইনিংস খেলেন তিনি। সদ্যসমাপ্ত টি-২০ বিশ্বকাপেও রানের মধ্যেই দেখা গিয়েছে তাঁকে। মূলপর্বে অর্ধশতক করেছেন। ভারতের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচেও পেয়েছিলেন অর্ধশতরান। হেলস জানিয়ে দিয়েছেন খেলবেন না আইপিএল। কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দিয়েছে অজিঙ্কে রাহানেকেও। এই অবস্থায় ভেঙ্কটেশ আইয়ারের সাথে ওপেনিং জুটি হিসেবে আদর্শ হতে পারতেন অভিজ্ঞ অ্যারন ফিঞ্চ। ওপেনিং স্লটে ফিঞ্চের অভিজ্ঞতা কাজে আসতো নাইটদের। তাঁকেও মিস করতে চলেছে শাহরুখ খানের দল।