IPL 2023: রিলিজ করে দিলেও এই ৩ ক্রিকেটার’কে IPL-এ মিস করবে কলকাতা নাইট রাইডার্স !! 1

অ্যালেক্স হেলস

Alex Hales | image: twitter

দলের ওপেনিং সমস্যা দূর করবেন অ্যালেক্স হেলস (Alex Hales), এই আশা নিয়েই ইংল্যান্ডের ব্যাটার’কে দলে নিয়েছিলো নাইট ব্রিগেড। কিন্তু গত আইপিএলের বায়ো-বাবল সংক্রান্ত কারণে নিজেকে টুর্নামেন্ট শুরু’র আগে সরিয়ে নেন তিনি। এই বছর’ও ব্যক্তিগত কারণ দেখিয়ে হেলস জানিয়ে দিয়েছেন আইপিএল খেলবেন না তিনি। সদ্য টি-২০ বিশ্বকাপজয়ী হেলস ব্যাট হাতে দারুণ ফর্মে ছিলেন। বিশ্বকাপ সেমিফাইনালে ভারত’কে ১০ উইকেটে হারায় ইংল্যান্ড। সেই ম্যাচে ভারতের বোলিং’কে রীতিমত সংহার করে ৮৬ রানে অপরাজিত ছিলেন তিনি। ইংল্যান্ডের টি-২০ স্পেশ্যালিস্ট হেলস জাতীয় দলের হয়ে ৭৫ ম্যাচে করেছেন  ২০৭৪ রান। রয়েছে একটি শতরান’ও। নিজের বিশ্বকাপের বিধ্বংসী ফর্মের ঝলক ইডেনের বাইশ গজে’ও দেখাবেন হেলস এমনটাই আশা করেছিলেন নাইট সমর্থক’রা। সেই আশা পূর্ণ হলো না আর। নাইট রাইডার্স দল ওপেনিং পজিশনে মিস করতে চলেছে অ্যালেক্স হেলস’কে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *