TOP 3: বিশ্বকাপ শুরুর আগেই টিম ইন্ডিয়াকে খুঁজে নিতে হবে এই তিন কঠিন প্রশ্নের জবাব !! 1

TOP 3: জোরকদমে চলছে ভারতের ক্যারিবিয়ান সফর। প্রথম টেস্টে ইনিংস ও ১৪১ রানের ব্যবধানে দুর্দান্ত জয় পেয়েছিলো টিম ইন্ডিয়া (Team India)। উইন্ডিজের বিপক্ষে ডোমিনিকায় ভালো পারফর্ম করেছিলেন যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা, রবিচন্দ্রণ অশ্বিনরা। ত্রিনিদাদে দ্বিতীয় টেস্ট ম্যাচেও সেই দাপট বজায় রাখলো ভারত। শতরান করেন বিরাট কোহলি (Virat Kohli), বড় রানের ইনিংস দেখা গেলো যশস্বী (Yashasvi Jaiswal), রোহিতদের ব্যাটেও। ৫ উইকেট পেলেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। একটা সময় ২-০ ফলে সিরিজ জয় সময়ের অপেক্ষা মনে হচ্ছিলো। পঞ্চম দিন বৃষ্টি বাধা হয়ে দাঁড়ানোয় সেই আশা অবশ্য পূরণ হয় নি। তবে রোহিত শর্মার দলের ঝুলিতেই জমা পড়েছে উইন্ডিজ বনাম ভারত টেস্ট সিরিজ।

টেস্টের পর আগামী বৃহস্পতিবার থেকে চালু হতে চলেছে একদিনের সিরিজ। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে তিনটি একদিনের ম্যাচে মুখোমুখি হবে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ। সামনেই রয়েছে এশিয়া কাপ (Asia Cup 2023) এবং বিশ্বকাপের (World Cup 2023) মত বড় প্রতিযোগিতা। তার আগে এই একদিনের সিরিজকে প্রস্তুতির মঞ্চ হিসেবে ব্যবহার করার কথা ভাবছে রোহিতবাহিনী। অক্টোবর-নভেম্বরের মেগা ইভেন্টে কি হতে চলেছে ‘মেন ইন ব্লু’র স্ট্র্যাটেজি, তার একটা আভাস অবশ্যই পাওয়া যাবে এই সিরিজ থেকে। ওশেন থমাস (Oshane Thomas), সাই হোপদের (Sai Hope) বিরুদ্ধে মাঠে নামার আগে অন্তত তিনটি বড় প্রশ্নের সঠিক জবাব খুঁজে বের করতেই হবে কোচ রাহুল দ্রাবিড়কে।

Read More: WI vs IND: ODI সিরিজে নামার আগে শক্তি বাড়লো উইন্ডিজের, দলে ফিরলো এই ঝোড়ো ব্যাটসম্যান !!

উইকেটরক্ষক নিয়ে রয়েছে ধন্ধ-

sanju samson | Team India | Image: Getty Images
Sanju Samson | Image: Getty Images

উইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে ভারতের উইকেটরক্ষক কে হবেন তা নিয়ে রয়েছে প্রশ্ন। বিশ্বকাপে যে দস্তানা হাতে কে এল রাহুলকেই (KL Rahul) স্টাম্পের পিছনে দেখা যাবে তা এক প্রকার নিশ্চিত। কিন্তু দ্বিতীয় পছন্দ কে হতে চলেছেন তা খুঁজে নিতে হবে টিম ইন্ডিয়াকে (Team India)। রাহুল চোটের জন্য বাইরে থাকায় বর্তমানে উইকেটরক্ষক পজিশনের দাবীদার বলতে রয়েছেন দুজন-কেরলের সঞ্জু স্যামসন এবং ঝাড়খণ্ডের ঈশান কিষণ (Ishan Kishan)। প্রায় আট মাস পর সঞ্জু স্যামসনকে (Sanju Samson) ফেরা হয়েছে একদিনের দলে। ৬৬ ব্যাটিং গড় রয়েছে তাঁর। করেছেন ১০ ম্যাচে ৩৩০ রান। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দলে প্রত্যাবর্তনের সুযোগ দেওয়া হতে পারে তাঁকে।

অন্যদিকে কে এস ভরতের (Ks Bharat) বদলে টেস্ট সিরিজে মাঠে নেমে বেশ ভালো পারফর্ম করেছেন ঈশান কিষণও (Ishan Kishan)। স্টাম্পের পিছনে বেশ সম্প্রতিভ লেগেছে তাঁকে। কয়েকটি চমৎকার ক্যাচ ধরেছেন। প্রথম টেস্টে ১ রান করে অপরাজিত থাকলেও দ্বিতীয় টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ২৫ এবং ৫২* রান করেছেন তিনি। ৩৪ বলে ৫২* রানের ইনিংসটি তারিফ কুড়িয়েছে ক্রিকেট বিশেষজ্ঞদের। একদিনের ক্রিকেটে দ্বিশতরান রয়েছ ঝাড়খণ্ডের ২৫ বর্ষীয় তরুণের। নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে অফ ফর্মে থাকলেও তা যে কাটিয়ে উঠেছেন তিনি, তা ঈশান বুঝিয়েছেন টেস্টে। দু’জনের মধ্যে তিন ওডিআই-এর সিরিজে কাকে প্রথম একাদশে সুযোগ দেবেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) সেই নিয়ে আপাতত চলছে জল্পনা।

মুকেশ কুমার নাকি জয়দেব উনাদকাট?

Mukesh Kumar | Team India | Image: Getty Images
Mukesh Kumar | Image: Getty Images

বিশ্বকাপে ভারতীয় দলে ফিরছেন মহম্মদ শামি (Mohammad Shami)। আশা করা হচ্ছে ততদিনে ফিট হয়ে উঠবেন জসপ্রীত বুমরাহও (Jasprit Bumrah)। এই মুহূর্তে আইসিসি র‍্যাঙ্কিং-এ বিশ্বের দুই নম্বর বোলার মহম্মদ সিরাজও থাকবেন ভারতীয় স্কোয়াডে। চতুর্থ পেসার কে হতে পারেন তা নিয়ে রয়েছে ধন্ধ। মূলত আগামীর পরিকল্পনা সেরে রাখার জন্যই উইন্ডিজের বিরুদ্ধে আনকোরা এক পেস আক্রমণকে পাঠানো হয়েছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। বুমরাহ ফিট নন এখনও, বিশ্রামে রয়েছেন শামই। সিরাজের (Mohammed Shami) সাথে শার্দূলকে দেখা যেতে পারে একদিনের সিরিজে। ব্যাট হাতে তাঁর দক্ষতা এগিয়ে রাখতে পারে মুম্বইয়ের ক্রিকেটারকে। সিরাজ-শার্দূলের পাশে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে মুকেশ কুমার নাকি জয়দেব উনাদকাট? প্রশ্নের উত্তর খুঁজে নিতে হবে টিম ইন্ডিয়াকে (Team India)।

বাঁ-হাতি পেসার উনাদকাটে (Jaydev Unadkat) র থাকা মানে অবশ্যই পেস আক্রমণে এক বৈচিত্র যোগ হওয়া। তবে উইন্ডিজের বিরুদ্ধে দুটি টেস্ট খেলে বিশেষ সফল হন নি তিনি। একটিও উইকেট জমা পড়ে নি তাঁর ঝুলিতে। অন্যদিকে দ্বিতীয় টেস্টে অভিষেক হয় বাংলার মুকেশের (Mukesh Kumar)। প্রথম ম্যাচে দুই উইকেট নিয়েছেন তিনি। লাইন-লেন্থ বজায় রেখে নিয়ন্ত্রিত বোলিং করতে দেখা গিয়েছে। ভারতের স্ট্র্যাটেজি বিশ্লেষণ করতে গিয়ে সাবা করিম (Saba Karim) জানিয়েছেন, “টিম কম্বিনেশন ঠিক করতে হবে। মুকেশ এবং উনাদকাট নিঃসন্দেহে ভারতের জন্য দুই বিকল্প।” জাহির খান (Zaheer Khan) অবশ্য ভারতের মিডল অর্ডার নিয়ে বেশী চিন্তিত। উনাদকাট নয়, বিশ্বকাপে চতুর্থ সিমার হিসেবে মুকেশ ও উমরান মালিকের মধ্যে কাউকে দেখছেন তিনি।

কারা হবেন স্পিন ত্রয়ী?

Yuzvendra Chahal and Kuldeep Yadav | Team India | Image: Getty Images
Yuzvendra Chahal and Kuldeep Yadav | Image: Getty Images

টিম ইন্ডিয়ার (Team India) স্পিন ডিপার্টমেন্ট আগামী বিশ্বকাপে কারা সামলাতে চলেছেন তারও একতা আভাস পাওয়া যাবে উইন্ডিজ বনাম ভারত একদিনের সিরিজে। রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) যে খেলবেন তা নিশ্চিত। বাকি দুই স্পিনার কারা হবেন তা নিয়ে থাকছে প্রশ্ন। বিকল্প বলতে ভারতের হাতে রয়েছেন কুলদীপ যাদব (Kuldeep Yadav), যুজবেন্দ্র চাহাল এবং অক্ষর প্যাটেল (Axar Patel)। এদের মধ্যেই সম্ভবত দুইজনকে বেছে নেওয়া হবে। কুলদীপ ও চাহালের জুটি পরীক্ষিত ইতিমধ্যেই। সমর্থকেরা তাঁদের ডাকেন কুল-চা নামে। একটা সময় বিপক্ষের ত্রাস হয়ে উঠেছিলেন দুজনেই। বিশ্বকাপের কথা মাথায় রেখে একাসাথে ফেরানো হতে পারে তাঁদের।

দ্বিতীয় বিকল্প অবশ্যই চাহাল (Yuzvendra Chahal) এবং কুলদীপের মধ্যে একজনকে একাদশে রেখে তৃতীয় স্পিনার হিসেবে অক্ষর প্যাটেলকে (Axar Patel) খেলানো। তাতে ব্যাটিং বিকল্পও বাড়বে দলের। বর্তমানে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন অক্ষর। গত কয়েকটি আন্তর্জাতিক ম্যাচ হোক বা আইপিএল-বেশ ভালো ব্যাটিং করেছেন তিনি। করেছেন বেশ কিছু অর্ধশতক। সাথে নিয়মিত উইকেট তুলতেও সক্ষম অক্ষর। সেক্ষেত্রে জাদেজার সাথে কুল-চা নাকি অক্ষর, কার কথা ভাবে টিম ইন্ডিয়া (Team India), সেদিকেও থাকবে নজর।

Also Read: প্রকাশ্যে আসলো আইপিএল ২০২৪’এর নিলামের দিনক্ষণ, ১০০ কোটি টাকা নিয়ে অকশনে বসবে ১০ ফ্রাঞ্চাইজি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *