বীরেন্দ্র শেহবাগ

সবচেয়ে চমকপ্রদ যে নামটি ভেসে বেড়াচ্ছে ভারতের ক্রিকেটমহলে সেটি প্রাক্তন ‘টিম ইন্ডিয়া’ ওপেনার বীরেন্দ্র শেহবাগের(Virender Sehwag)। নিজের দীর্ঘ ক্রিকেট কেরিয়ারে বহু প্রতিভার সাথে ওঠাবসা করেছেন ভারতীয় ক্রিকেটের এই কিংবদন্তী। তাই প্রতিভা চিনতে ভুল করবেন না তিনি, মনে করছেন অনেক ক্রিকেটবোদ্ধা। জাতীয় দলের জার্সিতে ১০৪ টেস্টে তিনি করেছেন ৮৫৮৬ রান। আর একদিনের ম্যাচে মারকাটারি ওপেনার হিসেবে বিখ্যাত বীরু করেছেন ২৫১ ম্যাচে ৮২৭৩ রান। ‘মেন ইন ব্লু’র ২০০৭ টি-২০ বিশ্বকাপ এবং ২০১১ একদিনের বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য’ও ছিলেন শেহবাগ(Virender Sehwag)। সদ্যসমাপ্ত টি-২০ বিশ্বকাপে ভারতের ওপেনারদের খারাপ ফর্ম চূড়ান্ট ভুগিয়েছে ভারত’কে। নির্বাচক কমিটিতে শেহবাগের অভিষেক হলে দেশের জন্য সঠিক ওপেনার বেছে নিতে তিনি নিজে সচেষ্ট হবেন বলেই মনে করা হচ্ছে। এছাড়াও নিজের আন্তর্জাতিক স্তরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সঠিক ‘টিম কম্বিনেশন’ বাছতেও ভূমিকা নেবেন ‘বীরু’, ভাবছেন ক্রিকেটবোদ্ধা’রা। এর আগে জাতীয় দলের কোচ হওয়ার ইচ্ছেপ্রকাশ করলেও চেতন শর্মা’র অপসারণের পর নির্বাচক রূপে বিসিসিআই’এর সাথে যুক্ত হতে পারেন শেহবাগ, খবর তেমনই।