অতুল ওয়াসন

নির্বাচক কমিটির প্রধান হিসেবে দ্বিতীয় সম্ভাব্য নাম হিসেবে উঠে আসছেন অতুল ওয়াসন(Atul Wassan)। দিল্লীর দীর্ঘদেহী এই পেসার হতে পারেন চেতন শর্মা’র উত্তরসূরী, মনে করছেন অনেকে। অতুল নিজের ক্রিকেট কেরিয়ারে দিল্লীর হয়ে ৮০ টি প্রথম শ্রেণির ম্যাচে ২৯০ টি উইকেট নিয়েছিলেন। জাতীয় দলের হয়ে খেলেছেন ৪ টি টেস্ট এবং ৯ টি একদিনের ম্যাচ। ৫৪ বর্ষীয় অতুল ওয়াসন এর আগে দিল্লীর নির্বাচকমন্ডলীর সদস্য ছিলেন। নির্বাচকের কাজের সাথে তাই আগেই পরিচয় রয়েছে তাঁর। এই পূর্ব অভিজ্ঞতা তাঁকে বিসিসিআই-এর নির্বাচক কমিটির প্রধান পদে বসায় কিনা সেইদিকে তাকিয়ে এখন ক্রিকেটমহল।