Top 3: এই ৩ বোলার দিয়েছেন ২০২৩ সালের সেরা বোলিং পারফরম্যান্স, ব্যাটসম্যানদের নিয়েছেন একহাত !! 1

Top 3 Bowlers: ২০২৩ সাল জুড়েই ক্রিকেটের উৎসব, একাধিক ম্যাচ খেলেছে বিশ্বের একাধিক দল। এমনকি এবারেই অনুষ্ঠিত হয়েছিল ক্রিকেট বিশ্বকাপ ২০২৩, ভারতের নাকের ডগা থেকে বিশ্বকাপ ছিনিয়ে নিয়ে ৬ বারের চ্যাম্পিয়ন হলো অস্ট্রেলিয়া। বিশকাপে একটানা ১০ ম্যাচ জিতেও ফাইনালে অজিদের বিরুদ্ধে পরাজিত হতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। যদিও বছর জুড়ে বেশ দারুন ক্রিকেট খেলেছে টিম ইন্ডিয়া। তবে ভারতের ICC ট্রফি জয়ের সামনে বারবার কাঁটা হয়ে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া। WTC ফাইনাল এবং বিশ্বকাপ ফাইনালে ভারতের বিরুদ্ধে অজিরা সবসময় এগিয়ে ছিল এবং তাদেরকে পরাস্ত করতে সক্ষম হয়েছে। তবে ক্রিকেটের উন্নতির সাথে সাথে মাঠের পরিস্থিতি এবং পিচ ব্যাটসম্যানদের সহায় হয়েছে যেখানে ২০২৩ সালে বোলাররা বেশ কঠোর পরিশ্রম করে ম্যাচে জয় এনেছে।

আরও পড়ুন | TOP 3: IPL-এর তিন নতুন নিয়ম যা ২০২৩-এর টুর্নামেন্টকে করে তুলেছে আরও আকর্ষণীয় !!

মোহাম্মদ শামি বনাম নিউজিল্যান্ড

Mohammed Shami, bowler
Mohammed Shami | Image: Getty Images

বিশ্বকাপে রিতিমতন জ্বলে উঠেছিলেন মোহাম্মদ শামি (Mohammed Shami)। ভারতীয় দলের মুখ্য পেসার রূপে প্রথম থেকে সুযোগ না পাওয়া শামি গ্রুপ পর্যায়ের ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথমে সুযোগ পেয়েছিলেন। প্রথম ম্যাচেই শামি ৫ উইকেট তুলে নেন শামি। এরপর থামেননি তিনি, পুরো বিশ্বকাপ জুড়েই বোলিং বিভাগ সামাল দিচ্ছিলেন শামি। তবে টুর্নামেন্টের সবথেকে দ্বিতীয় গুরুত্বপূর্ণ ম্যাচটি ছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে আর এই ম্যাচে নাটকীয় পারফরম্যান্স দেন শামি। প্রথমে বিরাটের ব্যাট থেকে ৫০ তম শতরান উপভোগ করেছে ক্রিকেট বিশ্ব, এরপর বোলিংয়ে কাজ সামলান শামি। বল হাতে ৫৪ রান দিয়ে ৭ উইকেট নেন। তার বলের জাদুতে পরাস্ত হয় কিউই ব্যাটসম্যানরা, ডিভোন কনওয়ে (Devon Conway) থেকে শুরু করে রোচিন রবীন্দ্র (Rachin Ravindra), কেন উইলিয়ামসন, টম ল্যাথাম, মিচেল সাঁটনার, টিম সৌদি, লকি ফার্গুসন সহ ম্যাচের সবথেকে বড় উইকেট ডারেল মিচেলকেও আউট করেন শামি। শামির এই পারফরমেন্স ওডিআই ক্রিকেটে ভারতীয় বোলারের দ্বারা সেরা প্রদর্শন।

মোহাম্মদ সিরাজ বনাম শ্রীলংকা

Siraj, bowler
Mohammed Siraj | Image: Getty Images

শ্রীলংকার বিরুদ্ধে এশিয়া কাপের ফাইনালে মোহাম্মদ সিরাজের (Mohammed Siraj) তান্ডব ছিল দেখার মতন। শ্রীলঙ্কার বিরুদ্ধে ফাইনাল ম্যাচে সিরাজ ছিলেন অপ্রতিরুদ্ধ। এশিয়া কাপের মেগা ফাইনালে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলংকার ক্যাপ্টেন দরুন শানাকা। আর প্রথম থেকে সিরাজ তার ছন্দ খুঁজে পান এবং ফর্মে থাকা পথুম নিসাঙ্কাকে দ্বিতীয় বলেই প্যাভিলিয়নে ফেরান। এরপর প্রথম বলেই প্যাভিলিয়নে ফেরেন সাদিরা সামারাউইক্রমা, পাশাপশি চরিথ আসলাঙ্কাকে, ধনঞ্জয়া ডি সিলভাকে আউট করেন সিরাজ। ক্যাপ্টেন সানাকাকেও প্যাভিলিয়নে ফেরান সিরাজ। এরপর দলের শেষ ভরসা ছিলেন কুশল মেন্ডিস যাকে আউট করেই কীর্তিমান রচনা করেন সিরাজ। ৭ ওভার বোলিং করে ২১ রান দিয়ে ৬ উইকেট নেন সিরাজ।

নাথান লিয়ন বনাম ভারত

Nathan lyon, bowler
Nathan Lyon | Image: Getty Images

এই তালিকায় একমাত্র অজি হিসাবে সুযোগ পেয়েছেন নাথান লিয়ন (Nathan Lyon)। অজি বোলার লিয়ন ভারতীয় দলের বিরুদ্ধে অসাধারণ প্রদর্শন করেছেন। গত ফেব্রুয়ারিতে অস্ট্রালিয়া দল ভারতে টেস্ট সিরিজ খেলতে আসে এবং ভারতের মাটিতে টেস্টে মূলত স্পিন উইকেট দেখা যায় এবং এই উইকেটে ভারতীয় ব্যাটিং অর্ডারকে বিধস্ত করে দেয় অস্ট্রালিয়ার লিয়ন। ভারত বনাম অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্টে প্রথম ইনিংসে ভারতীয় দল ১০৯ রানেই অল আউট হয়ে যায় এবং জবাবে ব্যাটিং করতে আসা অস্ট্রালিয়া দল ১৯৭ রান বানাতে সক্ষম হয় তবে ভারতের দ্বিতীয় ইনিংসে নাথান লিয়নের স্পিনের মোকাবিলা করতে ব্যর্থ হন ভারতীয় ব্যাটসম্যানরা। ২৩.৩ ওভার বোলিং করে ৬৪ রান দিয়ে ৮ উইকেট নেন লিয়ন। ২০২৩ সালে এটি অন্যতম সেরা

আরও পড়ুন | TOP 3: তিন ক্রিকেটার যারা ২০২৩ সালে ছন্দে ফিরে কাঁপিয়েছেন বাইশ গজ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *