TOP 10 : আইপিএলে ইতিহাসে "সেরা দশ " রান সংগ্রাহক 1
CAPE TOWN, SOUTH AFRCA - OCTOBER 21: Gautam Gambhir of the Kolkata Knight Riders in action during the Champions league twenty20 match between CLT20 Kolkata Knight Riders v Nashua Titans at Sahara Park Newlands on October 21, 2012 in Cape Town, South Africa. (Photo by Carl Fourie / Gallo Images/Getty Images)

আইপিএল শুরু হতে আর বাকী নেই সপ্তাহ দুয়েক।সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে প্রকাশ‍্যে আনা হয়েছিল ২০২০ আইপিএলের ক্রীড়াসূচি।গতবারের দুই ফাইনালিস্ট দল মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস মুখোমুখি হতে চলেছে এবারের আইপিএলের প্রথম ম‍্যাচে ।সংযুক্ত আরব আমিরশাহিতে আগামী ১৯ শে সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এবারের আইপিএল।চলবে আগামী১০ ই নভেম্বর অবধি।

আইপিএলের সূচনা লগ্নেই দুরন্ত ১৫৮ * রানের ইনিংস খেলার মধ্যে দিয়ে আইপিএলের বোধন করেছিলো ব্রেন্ডন ম‍্যাককালাম।পরবর্তী সময়ে টুর্নামেন্টের গত বারোটা মরসুমে দেশ বিদেশের ক্রিকেটারদের দারুণ সব ইনিংস চাক্ষুষ করেছি আমরা।আজ এই প্রতিবেদনে আলোচনা করা হতে চলেছে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দশ রান সংগ্রাহকের সম্পর্কে।

TOP 10 : আইপিএলে ইতিহাসে "সেরা দশ " রান সংগ্রাহক 2
১০. গৌতম গম্ভীর

প্রাক্তন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক গৌতম গম্ভীর দারুণ সফর কলকাতার হয়ে।তার অধিনায়কত্বে দুইবার আইপিএল চ‍্যাম্পিয়ান হয়েছিল কলকাতা।
শুধুমাত্র অধিনায়ক নয়, ব‍্যাটসম‍্যান হিসেবেও দারুণ সফল গৌতি।আইপিএলে তিনি খেলেছিলেন ১৫৪ টি ম‍্যাচ।করেছেন ৪২১৭ রান।

TOP 10 : আইপিএলে ইতিহাসে "সেরা দশ " রান সংগ্রাহক 3
৯.এ বি ডি ভিলিয়ার্স

ক্রিকেট জগতে এই তারকা সাউথ আফ্রিকার ব‍্যাটসম‍্যান পরিচিত মিস্টার ৩৬০ নামে।আর হবেন নাই বা কেনো,মাঠের যেকোনও প্রান্তে বল পাঠাতে দারুণ সিদ্ধহস্ত যে তিনি !এবারও রয়‍্যাল চ‍্যালেন্জার্স ব‍্যাঙ্গালোরের ব‍্যাটিং বিভাগের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে এই ক্রিকেটার।এখনও অবধি আইপিএলে মোট ১৫৪ টি ম‍্যাচে খেলতে দেখা গেছে তাকে।করেছেন ৪৩৯৪ রান।স্ট্রাইক রেট ১৫১ ।

TOP 10 : আইপিএলে ইতিহাসে "সেরা দশ " রান সংগ্রাহক 4
৮. রবীন উথাপ্পা

কলকাতা নাইট রাইডার্স দলের এতোদিনের পরিচিত এই ক্রিকেটারকে এবারের আইপিএলে খেলতে দেখা যাবে রাজস্থান রয়‍্যালসের হয়ে।আইপিএলের ইতিহাসে একাধিক দলের হয়ে খেলতে দেখা গেছে তাকে,কিন্তু তিনি সবচেয়ে বেশী পরিচিতি পেয়েছিলেন কলকাতায় খেলার সূত্রে।আইপিএলে এখনও অবধি মোট ১৭৭ টি ম‍্যাচ খেলেছিলেন তিনি।করেছেন ৪৪১১ রান।

TOP 10 : আইপিএলে ইতিহাসে "সেরা দশ " রান সংগ্রাহক 5
৭.মহেন্দ্র সিং ধোনি

ধোনিকে নিয়ে আর নতুন করে কিছু বলার নেই।বিশ্ব ক্রিকেটের অন‍্যতম সেরা এক তারকা ক্রিকেটার তিনি।সদ‍্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া এই ভারতীয় ক্রিকেট তারকা আইপিএলের ১৯০ টি ম‍্যাচে প্রতিনিধিত্ব করেছিলেন ।এক্ষেত্রে তিনি করেছিলেন ৪৪৩২ রান।এবার আইপিএলে চেন্নাইয়ের ভাগ‍্য নির্ধারণের ক্ষেত্রে নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছেন তিনি।

TOP 10 : আইপিএলে ইতিহাসে "সেরা দশ " রান সংগ্রাহক 6
৬. ক্রিস গেইল

টি টোয়ন্টি ক্রিকেটের অন‍্যতম এক সুপার স্টার ক্রিস গেইল।এই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট তারকা গোটা বিশ্ব জুড়ে নিজের ক্রিকেট দাপট প্রদ‍র্শন করেছেন।বিশ্বের যেকোনও বোলারের বিপক্ষে ত্রাস হয়ে ওঠার ক্ষমতা রাখেন তিনি।এখন অবধি আইপিএলে ১২৫ টি ম‍্যাচে খেলতে দেখা গেছে তাকে।এক্ষেত্রে ১৫১ স্ট্রাইক রেটে তিনি করেছিলেন ৪৪৮৪ রান।

TOP 10 : আইপিএলে ইতিহাসে "সেরা দশ " রান সংগ্রাহক 7
৫. শিখর ধাওয়ান

তালিকায় আরও এক ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান।পুনরায় নিজের হোম ফ্রান্চাইজি ফিরে গেছেন এই ওপেনার ব‍্যাটসম‍্যান।এর আগের আইপিএল গুলোতে তাকে সান‍রাইজার্স হায়দ্রাবাদের হয়ে প্রতিনিধিত্ব করতে দেখা গেলেও,এবার তিনি খেলতে নামবেন দিল্লি ক‍্যাপিটালসের হয়ে।এখনো অবধি আইপিএলে মোট ১৫৯ টি ম‍্যাচ খেলেছিলেন তিনি।করেছেন ৪৫৭৯ রান।

TOP 10 : আইপিএলে ইতিহাসে "সেরা দশ " রান সংগ্রাহক 8
৪. ডেভিড ওয়ার্নার

অস্ট্রেলিয়ার বিস্ফোরক ব‍্যাটসম‍্যান ডেভিড ওয়ার্নার ধারাবাহিক ভাবে ভালো পারফরম্যান্স করে এসেছেন আইপিএলে।গত কয়েক বছর ধরে সানরাইজার্স হায়দ্রাবাদের ওপেনার হিসেবে দারুণ সফল তিনি ।ধারাবাহিক ভাবে দিয়ে এসেছেন দারুণ সব পারফরম্যান্স।বা – হাঁতি এই অজি ব‍্যাটসম‍্যান এখনও অবধি আইপিএলে খেলেছন মোট ১২৬ টি ম‍্যাচ, করেছেন ৪৭০৬ রান।অধিনায়ক হিসেবে হায়দ্রাবাদ’কে ২০১৬ সালে আইপিএল জয়ের পথ দেখিয়েছিলেন।

TOP 10 : আইপিএলে ইতিহাসে "সেরা দশ " রান সংগ্রাহক 9
৩.রোহিত শর্মা

আইপিএলের ইতিহাসে অন‍্যতম সফল একজন অধিনায়ক রোহিত শর্মা।তার নেতৃত্বে চারটি আইপিএল ট্রফি জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্স।ব‍্যাটসম‍্যান হিসেবেও দারুণ সফল তিনি।তার দুরন্ত পারফরম্যান্সের প্রভাবে একাধিক ম‍্যাচ জিতেছে মুম্বাই।এখনো অবধি আইপিএলে মোট ১৮৮ টি ম‍্যাচ খেলেছিলেন তিনি।করেছেন ৪৮৯৮ রান ।

TOP 10 : আইপিএলে ইতিহাসে "সেরা দশ " রান সংগ্রাহক 10
২.সুরেশ রায়না

২০২০ ‘এর আইপিএল থেকে নিজেকে সরিয়ে নেওয়ার পর থেকে তীব্র বিতর্ক তৈরী হয়েছে সুরেশ রায়না’কে ঘিরে।চেন্নাই সুপার কিংস দলের অত‍্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য তিনি ।দলে তার অভাববোধ করবেন ধোনি।আইপিএলে ব‍্যাট হাতে দারুণ সফল এই ক্রিকেটার, যার জেরে তার একটি ডাকনাম এসেছে,” মিঃ আইপিএল “, চেন্নাইয়ের এই ম‍্যাচ উইনার আইপিএলে মোট ১৯৩ টি ম‍্যাচ খেলেছেন, করেছেন ৫৩৬৮ রান।

TOP 10 : আইপিএলে ইতিহাসে "সেরা দশ " রান সংগ্রাহক 11
১. বিরাট কোহলি

এইমুহুর্তে বিশ্ব ক্রিকেটের যেকোনও ফর্ম‍্যাটের অন‍্যতম সেরা একজন ব‍্যাটসম‍্যান বিরাট কোহলি।ভারতের জাতীয় দলের অধিনায়ক আইপিএলের সূচনা লগ্ন থেকে জড়িত এই দলের সঙ্গে।সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন কখনও আরসিবি’র হয়েই নিজের আইপিএল কেরিয়ার শেষ করতে চান তিনি।আইপিএলে আরসিবি’র হয়ে দারুণ সব পারফরম্যান্স রয়েছে তার মরসুমের পর মরসুমের জুড়ে।কিন্তু তার একার পারফরম্যান্স খেতাব এনে দিতে পারেনি তার দলকে।এখনও অবধি আইপিএলে মোট ১৭৭ টি ম‍্যাচে খেলতে দেখা গেছে বিরাট’কে।করেছেন ৫৪১২ রান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *