TOP 10 : ২০২০ সালের আইপিএলের সর্বোচ্চ দামী দশ ক্রিকেটার 1

 

আর মাত্র সপ্তাহ দুয়েক ,এরপর সংযুক্ত আরব আমিরশাহিতে বসতে চলেছে ২০২০ সালের আইপিএলের আসর।এটি প্রবল জনপ্রিয় এই ক্রিকেট টুর্নামেন্টের ১৩ তম সংস্করণ।করোনার প্রকাপে নতুন দশকের প্রথম আইপিএল আয়োজন করা সম্ভব হয়ে ওঠেনি ভারতে।বিকল্প হিসেবে বেছে নেওয়া হয়েছে মরুদেশ’কে।যেখানে আগামী ১৯ শে সেপ্টেম্বর থেকে মাঠে নামতে চলেছে বিশ্বের অন‍্যতম শ্রেষ্ঠ সব ক্রিকেটারেরা।আসুন দেখে নেওয়া যাক এবারের আইপিএলে সবচেয়ে দামী দশ ক্রিকেটারের তালিকার দিকে।

TOP 10 : ২০২০ সালের আইপিএলের সর্বোচ্চ দামী দশ ক্রিকেটার 2
১. বিরাট কোহলি – ১৭ কোটি

ভারতীয় ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি এইমুহুর্তে বিশ্বের অন‍্যতম শ্রেষ্ঠ ক্রিকেটারদের একজন।ডান -হাতি এই তারকা ব‍্যাটসম‍্যান তার চওড়া ব‍্যাটে শাসন করে গোটা বিশ্বের তাবড় তাবড় বোলারদের।আইপিএলের সূচনা লগ্ন থেকে তিনি যুক্ত রয়‍্যাল চ‍্যালেন্জার্স ব‍্যাঙ্গালোর দলে।২০১৩ সালে এই দলের অধিনায়ক নির্বিচিত হয়েছিলেন তিনি।

TOP 10 : ২০২০ সালের আইপিএলের সর্বোচ্চ দামী দশ ক্রিকেটার 3
২ . প‍্যাট কামিন্স – ১৫.৫ কোটি

২০২০ সালের আইপিএলে সবচেয়ে দামী বিদেশী ক্রিকেটার হলেন প‍্যাট কামিন্স।অস্ট্রেলিয়া দলের বর্তমান সহ অধিনায়ক এই পেসার’কে এবার দেখা যাবে কলকাতা নাইট রাইডার্সের হয়ে প্রতিনিধিত্ব করতে।নিউ সাউথ ওয়েলসের হয়ে ঘ‍রোয়া ক্রিকেটে প্রতিনিধিত্বকারী এই ক্রিকেটারের মাত্র ১৮ বছর বয়সে টেস্ট অভিষেক হয় অস্ট্রেলিয়া দলের হয়ে।বোলিংয়ের পাশাপাশি লোয়ার অর্ডারে ব‍্যাটিং করতেও সিদ্ধহস্ত তিনি।

TOP 10 : ২০২০ সালের আইপিএলের সর্বোচ্চ দামী দশ ক্রিকেটার 4
৩. মহেন্দ্র সিং ধোনি – ১৫ কোটি

২০০৭ সাল থেকে ভারতের জাতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়ে এসেছেন মহেন্দ্র সিং ধোনি।সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণকারী এই ক্রিকেটার অধিনায়ক হিসেবে দেশকে এনে দিয়েছেন টি টোয়েন্টি ,পন্চাশ ওভারের বিশ্বকাপ এবং চ‍্যাম্পিয়ান্স ট্রফি।এছাড়াও তার ঝুলিতে আছেন নানান কৃতিত্ব।এবারের আইপিএলে ফের আরেকবার তাকে দেখা যাবে চেন্নাই সুপার কিংসের অধিনায়কের ভূমিকায়।

TOP 10 : ২০২০ সালের আইপিএলের সর্বোচ্চ দামী দশ ক্রিকেটার 5
৪. রোহিত শর্মা – ১৫ কোটি

ভারতের জাতীয় দলের অন‍্যতম গুরুত্বপূর্ণ ব‍্যাটসম‍্যান রোহিত শর্মা।জাতীয় দলের সহ অধিনায়কত্বের দায়িত্ব রয়েছে তার কাঁধে।ঘরোয়া ক্রিকেটে মুম্বাইয়ের হয়ে প্রতিনিধিত্বকারী এই ক্রিকেটার আইপিএলে প্রতিনিধিত্ব করেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে।২০১৩ সাল থেকে দলের অধিনায়কত্বের সামলাচ্ছেন তিনি।আইপিএলের ইতিহাসে অন‍্যতম সফল এই অধিনায়ক মুম্বাই’কে এনে দিয়েছে চারটি আইপিএল ট্রফি।এবার ট্রফি ডিফেন্ড করাটাই অন‍্যতম চ‍্যালেন্জ হিসেবে থাকবে রোহিতের কাছে।

TOP 10 : ২০২০ সালের আইপিএলের সর্বোচ্চ দামী দশ ক্রিকেটার 6
৫. ডেভিড ওয়ার্নার – ১২.৫ কোটি

অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অন‍্যতম বিস্ফোরক একজন ব‍্যাটসম‍্যান হলেন ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ার ১৩২ বছরের ক্রিকেটের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে সরাসরি কোনও প্রথম শ্রেণীর ক্রিকেট ম‍্যাচ না খেলেই জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন এই তারকা ক্রিকেটার। একসময় জাতীয় দলকে নেতৃত্ব দেওয়া এই ক্রিকেটার’বিগত কয়েক মরসুমে দারুণ ক্রিকেট খেলেছিলেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে।এবার ফের তাকে পাওয়া যাবে পুরানো ছন্দে এমনটাই আশা করছে সকলে।

TOP 10 : ২০২০ সালের আইপিএলের সর্বোচ্চ দামী দশ ক্রিকেটার 7
৬. স্টিভ স্মিথ – ১২.৫ কোটি

আইসিসির বিশ্ব টেস্ট ব‍্যাটসম‍্যানের ক্রমতালিকায় একেবারে শীর্ষ অবস্থান করছেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ।বোলার হিসেবে কেরিয়ার শুরু করলেও তার ব‍্যাটিংয়ের প্রশংসা এখন গোটা বিশ্বজুড়ে।

TOP 10 : ২০২০ সালের আইপিএলের সর্বোচ্চ দামী দশ ক্রিকেটার 8
৭. সুনীল নারাইন – ১২.৫ কোটি

কলকাতা নাইট রাইডার্স দলের অন‍্যতম সদস্য নারাইন।একসময় মূলত নিজের রহস্যময় স্পিনের জন্য বিশ্ব ক্রিকেটে সমীহ আদায় করে নেওয়া এই ক্রিকেটার পরবর্তী সময়ে টী টোয়েন্টি স্পেশালিস্ট ব‍্যাটসম‍্যান হয়ে উঠেছেন ।বিভিন্ন সময় কলকাতার হয়ে ওপেন করতে নেমে খেলেছেন বিস্ফোরক ইনিংস।

TOP 10 : ২০২০ সালের আইপিএলের সর্বোচ্চ দামী দশ ক্রিকেটার 9
৮. বেন স্টোকস – ১২.৫ কোটি

এইমুহুর্তে ইংল্যান্ড ক্রিকেট দলের অন‍্যতম গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার বেন স্টোকস।তারকা এই অলরাউন্ডার এই মুহূর্তে তার দেশের ক্রিকেট দলের সহ অধিনায়ক।২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপে দেশকে জয় এনে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছ।এবারের আইপিএলে তাকে দেখা রাজস্থান র‍য়‍্যালেসর জার্সিতে

TOP 10 : ২০২০ সালের আইপিএলের সর্বোচ্চ দামী দশ ক্রিকেটার 10
৯.সুরেশ রায়না – ১১ কোটি

এবারের আইপিএল শুরু হওয়ার আগেই হঠাৎই দেশে ফিরে এসেছিলেন সুরেশ রায়না।সম্প্রতি নিয়ম মাফিক কোভিড পরীক্ষা করা হয়েছিল গোটা চেন্নাই দলের।এবং এরপর দুই ক্রিকেটার সহ মোট ১৩ জনের শরীরে পাওয়া যায় মারণ ভাইরাসের নমুনা।এরপর দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেয় রায়না।যা ঘিরে ইতিমধ্যে তৈরী হয়েছে দারুণ বিতর্ক ।এবার আইপিএলে চেন্নাই সুপার কিংস দলে রায়নার না থাকা স্বাভাবিক ভাবেই প্রভাব ফেলবে গোটা দলের উপর।

TOP 10 : ২০২০ সালের আইপিএলের সর্বোচ্চ দামী দশ ক্রিকেটার 11
১০. এ বি ডি ভিলিয়ার্স – ১১ কোটি

আরসিবি’হয়ে আইপিএলে প্রতিনিধিত্ব কারী এই ক্রিকেটার বিশ্বের অন‍্যতম বিস্ফোরক ব‍্যাটসম‍্যান।কিংবদন্তী এই তারকা ব‍্যাটসম‍্যান তার পনেরো বছরের বর্নময় কেরিয়ারে মোট তিনবার আইসিসির ওডিআই ক্রিকেটার অফ দি ইয়ার হয়েছিলেন।২০১৯ সালে উইজডেনের বিচারে গত দশকের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন তিনি।এবারের আইপিএলে বিরাটের দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছেন এবি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *