প্রতিবছর আইপিএল (IPL 2025) নতুন নতুন চমকের সঙ্গে ক্রিকেট ভক্তদের মন জয় করে চলেছে। সাম্প্রতিক সময়ে এই টুর্নামেন্টের গুণগত মান এবং অর্থের প্রাচুর্য অন্যান্য ফ্রাঞ্চাইজি লিগকে পিছনে ফেলেছে। এই বছর আইপিএলে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru)। তবে ট্রফি জয়ের উদযাপনে পদপিষ্টের ঘটনায় সমালোচিত হয়েছে আরসিবি (RCB)। এই সবকিছু ভুলে তারা আগামী বছরের জন্য নতুন করে দল গোছাতে শুরু করেছে। বেঙ্গালুরুতে আসতে চলেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) এই তারকা ব্যাটসম্যান।
Read More: রোহিতকে সামনে রেখেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় ODI দল প্রকাশ, ফিরলেন এই তারকারা !!
তিলক বর্মার দল বদল-

২০২২ সাল থেকে তিলক বর্মা মুম্বাই ইন্ডিয়ান্স (MI) দলের হয়ে অংশগ্রহণ করছেন। এই বছর আইপিএলের মেগা নিলামে ৮ কোটি টাকার বিনিময়ে এই তারকা ব্যাটসম্যানকে ধরে রেখেছিল মুম্বাই। তিনি টুর্নামেন্টে ১৬ ম্যাচে ৩৪৩ রান সংগ্রহ করে দলকে সাহায্য করেছিলেন। তার ব্যাট থেকে দুটি অর্ধশতরান এসেছিল। তবে এই বছর আইপিএলে তিলক বর্মাকে (Tilak Varma) ঘিরে একটি বিতর্কের সৃষ্টি হয়। লখনউ সুপার জায়ান্টসের (LSG) বিপক্ষে ম্যাচ চলাকালীন রিটায়ার্ড আউট হয়ে তাকে মাটির বাইরে চলে যেতে দেখা গিয়েছিল।
এই তারকা ব্যাটসম্যান চোট পাননি। তিনি ম্যাচে ধীর গতিতে ব্যাট করছিলেন বলে অধিনায়ক এবং কোচের সিদ্ধান্তে মাঠ থেকে উঠে আসতে বাধ্য হয়েছিল বলে খবর সামনে আসে। সূত্র অনুযায়ী এরপরেই দলের সঙ্গে কিছুটা দূরত্ব তৈরি হয়েছে তিলক বর্মার (Tilak Varma)। ফলে ২০২৬ আইপিএলে (IPL 2026) তাকে মুম্বাই ইন্ডিয়ান্সের বদলে অন্য কোনো দলে খেলতে দেখা যাবে বলে জানা যাচ্ছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) ইতিমধ্যেই এই তারকার প্রতি আগ্রহ প্রকাশ করেছে। ট্রেড উইন্ডোর মাধ্যমে বা মিনি নিলামের মধ্য দিয়ে আরসিবিতে যোগ দিতে পারেন তিলক (Tilak Varma)।
কাউন্টি ক্রিকেটে তিলক বর্মা-

ইংল্যান্ডের বিপক্ষে চলতি পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ভারতীয় দলে একাধিক পরিবর্তন ঘটেছে। নতুন অধিনায়ক হিসেবে শুভমান গিলকে (Shubman Gill) নেতৃত্ব দিতে দেখা যাচ্ছে। তরুণ ব্যাটসম্যান হিসেবে সাই সুদর্শনকেও (Sai Sudarsha) ভারতীয় টেস্ট দলের জায়গা দেওয়া হয়েছে। এইরকম পরিস্থিতিতে তিলক বর্মা (Tilak Varma) নিজেকে প্রমাণ করার জন্য সম্প্রতি কাউন্টি ক্রিকেটে মাঠে নামেন। কাউন্টি ক্রিকেটে অভিষেক করেই টেস্ট ফরম্যাটেও নিজের জাত চেনান তিনি।
হ্যাম্পশায়ারের (Hampshire) হয়ে চাপের মুখে দাঁড়িয়ে এসেক্সের (Essex) বিরুদ্ধে দুরন্ত শতরান হাঁকান এই ব্যাটসম্যান। উল্লেখ্য এখনও পর্যন্ত তিলক বর্মা (Tilak Varma) দেশের হয়ে ৪ টি ওডিআই ম্যাচে ৬৮ রান সংগ্রহ করার সঙ্গে সঙ্গে ২৫ টি টি-টোয়েন্টি ম্যাচে ৭৪৯ রান নিজের ঝুলিতে পুরেছেন। এছাড়াও এখনও পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্সের এই তারকা ৫৪ টি আইপিএল ম্যাচে সংগ্রহ করেছেন ১৪৯৯ রান।