২০২১ আইপিএল এর ৩জন উদীয়মান ভারতীয় খেলোয়াড় হলেন এরা 1

আইপিএল মানেই স্বপ্ন ভাঙা গড়ার খেলা, আইপিএল মানেই কোনো নতুন তারকার উত্থান। তাই তো আইপিএল কে বিশ্বের সব থেকে জনপ্রিয় প্রতিযোগিতা গুলোর মধ্যে অন্যতম মনে করা হয়। আইপিএল থেকে প্রত্যেক বছর আমরা দেখতে পাই কোনো না কোনো নতুন তারকার উত্থান যারা এখন বিশ্ব ক্রিকেট শাসন করছে। তেমনি কিছু ভারতীয় খেলোয়াড়ের ব্যাপারে আজ আমরা জানবো যারা এই বছর ২০২১ আইপিএল নিজেদের সারা বিশ্বের সামনে উদহারণ সৃষ্টি করেছে যেকোনো নতুন উদীয়মান খেলোয়াড়ের কাছে।

২০২১ আইপিএল এর ৩জন উদীয়মান ভারতীয় খেলোয়াড় হলেন এরা 2

হার্শাল প্যাটেল : ভারতীয় এই ফাস্ট বোলার নিজের জীবনের সেরা সময়ের মধ্যে দিয়ে চলছে। হরিয়ানার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা এই খেলোয়াড় এবছর আর সি বি দল এর সাথে যুক্ত , এখনো অবধি প্রত্যেক দলের কাছে সে বিভীষিকা হয়ে উঠেছে। হার্শাল প্যাটেল কিন্তু নিচের দিকের একজন নির্ভরযজ্ঞ ব্যাটসম্যান হিসাবেও পরিচিত যার হাথে এমন সব ক্রিকেটীয় শট আছে যাতে করে অনায়াসে সে যেকোনো বলকে মাঠের বাইরে পাঠাতে পারে। এইবছর আইপিএল বন্ধ না হওয়া অবধি হার্শেল প্যাটেল এখনো অবধি সব থেকে বেশি উইকেট শিকারির মালিক।

হরপ্রীত ব্রার: হরপ্রীত ব্রার উদীয়মান ভারতীয় খেলোয়াড়দের মধ্যে অন্যতম। এবছর পাঞ্জাব কিংস হরপ্রীত কে নিজেদের দলে যুক্ত করেছে , এখনো অব্দি মাত্র ২টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে কিন্তু তারমাঝেই সে নিজেকে প্রমান করেছে যে সে ভবিষ্যতের একজন সফল ক্রিকেটার হবার লক্ষে অনেকটাই অগ্রসর হয়ে এইবছর আইপিএল এ অংশগ্রহন করতে এসেছে। হরপ্রীত যেমন বল হাথে সফল তেমনি ব্যাট হাতেও যথেষ্ট সাবলীল।

২০২১ আইপিএল এর ৩জন উদীয়মান ভারতীয় খেলোয়াড় হলেন এরা 3
Chetan Sakariya of Rajasthan Royals during match 4 of the Vivo Indian Premier League 2021 between Rajasthan Royals and the Punjab Kings held at the Wankhede Stadium Mumbai on the 12th April 2021.
Photo by Rahul Gulati/ Sportzpics for IPL

চেতন সাকারিয়া: বছর ২২এর উদীয়মান তরুণ ভারতীয় প্রতিভাকে একটুও চিনতে ভুল করেনি রাজস্থান রয়্যালসের আইপিএল কমিটি , এবছর ২০২১ আইপিএল নিলাম এ তাই সায়ীদ মুশতাক আলী ট্রফি থেকে সব থেকে ভালো নজর কেড়ে আসা খেলোয়াড়কে তাই তারা নিজেদের দলে অন্তর্ভুক্ত করেছিল। এই ভারতীয় ফাস্ট বোলারের হাত এ সেরকম কোনো গতি নেই কিন্তু আছে বল সুইং করানোর অসাধারণ ক্ষমতা। বাঁহাতি এই জোরে বোলার খুবই সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছে আইপিএল খেলতে আসার আগে চেতন তার নিজের বড়ো ভাইকে হারায় তারপরও নিজের লক্ষের প্রতি অবিচল থেকে সে আইপিএল যোগদান করে এবং নিজেকে আইপিএল এর মঞ্চে এবং বিশ্বের কাছে নিজের প্রতিভা তুলে ধরে।

২০০৯ আইপিএল শুরু হবার পর থেকে ভারতীয় ক্রিকেট বোর্ড তাদের নিরন্তর প্রচেষ্টা এবং আইপিএল পরিচালন কমিটির সহযোগে প্রত্যেক বছর সারা বিশ্ব থেকে কোনো না কোনো গুপ্ত প্রতিভাকে কাজে বার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই প্রচেষ্টার ফলস্বরূপ আমরা প্রত্যেকবছর বিশ্বের যেকোনো দেশ এর হয়ে খেলা উদীয়মান প্রতিভাদের দেখতে পাচ্ছি।

২০২১ আইপিএল এর ৩জন উদীয়মান ভারতীয় খেলোয়াড় হলেন এরা 4

আইপিএল যেমন বিশ্বের লুকানো গুপ্ত প্রতিভা খুঁজে বার করে ঠিক তেমনি ভারতীয় গুপ্ত প্রতিভাও খুঁজে বার করে যারা এই আইপিএল এর মঞ্চে নিজের নাম উজ্জ্বল করেছে, যেকোন বিশ্ব ক্রিকেট শাসন করে চলেছে যাদের মধ্যে ( রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ , রবীন্দ্র জাদেজা , রবিচন্দ্র অশ্বিন ) বেশ কিছু উল্লেখ্যময় নাম। আমরা আসা রাখবো ভারতীয় ক্রিকেট বোর্ড এবং আইপিএল পরিচালন কমিটি সুদূর ভবিষ্যতেও এই ভাবে আমাদের এবং বিশ্ব ক্রিকেটকে আরো অসাধারণ উদীয়মান প্রতিভার সাথে পরিচয় করবে যারা ভবিষতে বিশ্ব ক্রিকেট শাসন করবে এবং ক্রিকেট খেলাটাকে একটা অন্য মর্যাদায় পরিণত করবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *