TOP 3: বোঝা হয়ে উঠেছেন এই তিন ক্রিকেটার, দলের স্বার্থে বাদ দেওয়া উচিৎ এই মুহূর্তে !! 1

TOP 3: মাসখানেক আগেও ভারতীয় ক্রিকেট দলের টেস্ট বিশ্বচ্যাম্পিয়নশিপ (WTC) ফাইনাল খেলা কেবল সময়ের অপেক্ষা বলে মনে হচ্ছিলো। কিন্তু নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vs AUS) টানা দুটি সিরিজে নাস্তানাবুদ হয়ে লর্ডসের টিকিট হাতছাড়া করে ফেললেন রোহিত শর্মা’রা (Rohit Sharma)। দলের অন্দরে সব কিছু যে মসৃণ নয় তার আভাস মিলেছিলো ঘরের মাঠে ভারত কিউইদের বিপক্ষে হোয়াইটওয়াশ হওয়া থেকেই। ১২ বছর পর হোম গ্রাউন্ডে টেস্ট সিরিজ হারের ক্ষত মিলিয়ে ওঠার আগেই বিদেশের মাঠেও পড়তে হলো লজ্জার মুখে। এর আগে টানা দুইবার অজিদের তাদের ডেরায় ধরাশায়ী করে এসেছিলো ‘মেন ইন ব্লু।’ এবার ১-৩ হেরে বর্ডার-গাওস্কর ট্রফি (BGT) সঁপে দিয়ে এলো প্যাট কামিন্সদের (Pat Cummins) হাতে। ব্যর্থতার ময়নাতদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই। চিহ্নিত করা গিয়েছে তিন ‘ভিলেন’কে।

Read More: IND vs AUS 5th Test: “মেহনতই করে নি…” ব্যর্থ বিরাটকে তুলোধোনা ইরফান পাঠানের, তোপ গাওস্করেরও !!

রোহিত শর্মা-

Rohit Sharma | ক্রিকেট | Image: Getty Images
Rohit Sharma | Image: Getty Images

বাদের তালিকায় থাকা উচিৎ খোদ অধিনায়ক রোহিত শর্মা’র (Rohit Sharma)। গত বছর টি-২০ বিশ্বকাপে ভালো পারফর্ম করলেও বাকি দুই ফর্ম্যাটে একেবারের হতাশ করেছেন তিনি। বিশেষ করে টেস্ট ক্রিকেটে হয়েছেন চূড়ান্ত ব্যর্থ। ২০২৪ ক্যালেন্ডার বর্ষে ১৪টি টেস্ট ম্যাচে তিনি করেছেন মাত্র ৬১৯ রান। গড় ২৪.৭৬। ইংল্যান্ডের বিপক্ষে দুটি শতরান ছাড়া কোনো উল্লেখযোগ্য ইনিংস আসে নি তাঁর ব্যাট থেকে। ঘরের মাঠে বাংলাদেশ বা নিউজিল্যান্ডের বিরুদ্ধে রান পান নি তিনি। মুখ থুবড়ে পড়েছেন সদ্যসমাপ্ত অস্ট্রেলিয়া সিরিজেও। ৩ টেস্টের ৫ ইনিংসে ব্যাট হাতে তিনি করেছেন মাত্র ৩১ রান। গড় ৬.২০। এক মুহূর্তের জন্যও আত্মবিশ্বাসী মনে হয় নি তাঁকে। বাধ্য হয়ে তাঁকে শেষ ম্যাচে একাদশ থেকে সরে দাঁড়াতে হয়েছিলো। রোহিত যদি দ্রুত ফর্মে না ফেরেন তাহলে তাঁকে ছাঁটাই করে দেওয়াতেই দলের মঙ্গল বলে মত বিশেষজ্ঞদের।

বিরাট কোহলি-

Virat Kohli | Image: Getty Images
Virat Kohli | Image: Getty Images

রোহিতের মতই আরেক মহাতারকা বিরাট কোহলিও (Virat Kohli) ব্যাট হাতে সাম্প্রতিক কালে পড়েছেন বড়সড় চ্যালেঞ্জের মুখে। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই-তে রান পান নি তিনি। তার আগে হতাশ করেছিলেন টি-২০ বিশ্বকাপেও। ফাইনালের মন্থর ৭৬ ছাড়া প্রতিটি ইনিংসেই হয়েছিলেন ব্যর্থ। টেস্টেও হতশ্রী পরিসংখ্যান তাঁর। ঘরের মাঠে বাংলাদেশ বা নিউজিল্যান্ড সিরিজে (IND vs NZ) নড়বড়ে দেখিয়েছিলো তাঁকে। আশা করা গিয়েছিলো যে অস্ট্রেলিয়ার পিচে নিজেকে গুছিয়ে নিতে পারবেন ‘কিং’ কোহলি। কিন্তু বাস্তবে দেখা গিয়ে সম্পূর্ণ উলটো চিত্র। অফ স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে আট বার উইকেট ছুঁড়ে এসেছেন তিনি। ২০২৪-এ টেস্ট ক্রিকেটের আঙিনায় তাঁর রান সংখ্যা ৪১৭। গড় ২৪.৫২। ২০২৫-এর শুরুটাও ভালো হয় নি বিরাটের (Virat Kohli)। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থ হলে বাদের খাতায় নাম লেখাতে পারেন তিনিও।

শুভমান গিল-

Shubman Gill | Image: Twitter
Shubman Gill | Image: Twitter

বাদের খাতায় নাম থাকা উচিৎ শুভমান গিলেরও (Shubman Gill)। বিশেষত লাল বলের ফর্ম্যাটে ব্যাটিং অর্ডারের তিন নম্বরে বেশ বেমানান দেখাচ্ছে তাঁকে। চেতেশ্বর পূজারাকে বাদ দিয়ে শুভমানের উপর বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছিলো টিম ইন্ডিয়া। কিন্তু সেই আস্থার দাম এখনও দিতে পারেন নি পাঞ্জাবের ক্রিকেটার। ঘরের মাঠে রান পেয়েছেন ঠিকই কিন্তু বিদেশের মাঠে টেস্ট ক্রিকেটে বেহাল দশা তাঁর। ২০২১-এর গোড়ায় গাব্বার মাঠে ৯১ রানের ইনিংস খেলেছিলেন শুভমান (Shubman Gill)। এরপর কেটে গিয়েছে চার বছর। উপমহাদেশের বাইরে একটি অর্ধশতক অবধি করতে পারেন নি তিনি। অস্ট্রেলিয়াতে তাঁর গড় ৩৫.২০। ইংল্যান্ডে ১৪.৬৬। দক্ষিণ আফ্রিকাতে ১৮.৫০, ওয়েস্ট ইন্ডিজে ২২.৫০। তাঁকে বাদ দিয়ে ফেরানো যেতে পারে পূজারাকে অথবা রজত পতিদারের মত কাউকে সুযোগ দিতে পারে টিম ইন্ডিয়া।

Also Read: ক্রিকেটকে বিদায় জানালেন KKR তারকা, মরসুম শুরুর আগেই দুঃসংবাদ ভক্তদের জন্য !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *