৩) ফাইনালের চাপ ও পিচ কন্ডিশন-

সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বে প্রথমবার ভারতীয় দল এশিয়া কাপের মতো টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। দলে রয়েছে অসংখ্য তরুণ ক্রিকেটার। ফলে ফাইনালের চাপ সামলে পাকিস্তানের মতো দলের বিপক্ষে লড়াই করা অনেকটাই চ্যালেঞ্জিং হয়ে যাবে ক্রিকেটারদের কাছে। ২০২৩ বিশ্বকাপের ফাইনালে ব্লু ব্রিগেডরা অস্ট্রেলিয়া বিপক্ষে শেষ পর্যন্ত ট্রফি জয়ের প্রত্যাশার চাপ সামলে উঠতে পারেনি। এই কারণে পাকিস্তানকে চলতি টুর্নামেন্টে দুবার হারালেও সূর্যকুমার যাদবরা হারের সম্মুখীন হতে পারে।
অন্যদিকে এর সঙ্গেই পিচের পরিস্থিতি রবিবার ম্যাচে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। দুবাইয়ের পিচে যেখানে বৃহস্পতিবার বাংলাদেশ বনাম পাকিস্তানের (BAN vs PAK) ম্যাচের কোনো ইনিংসের রান ১৫০ পর্যন্ত পৌঁছায়নি সেখানে শুক্রবার ভারত বনাম শ্রীলঙ্কার (IND vs SL) ম্যাচের দুই ইনিংসেই রান ২০০-এর ওপর পৌঁছে যায়। পিচের এই তারতম্য সূর্যকুমার যাদবের চিন্তার মধ্যে রাখবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।