২) তারকা পেসারের ফর্মে না থাকা-

এই বছর এশিয়া কাপের (Asia Cup 2025) বোলিং আক্রমণ জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) সামনে রেখে সাজানো হয়েছে। কিন্তু এই তারকা পেসার ধারাবাহিকভাবে দলকে উইকেট এনে দিতে না পেরে বিপদের মুখে ফেলেছেন। সুপার ৪’এ পাকিস্তানের (India vs Pakistan Match) বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ৪ ওভারে দেন ৪৫ রান। তার ইকোনমি রেট ছিল ১১’এর ওপর। একটিও উইকেট সংগ্রহ করতে পারেননি। টুর্নামেন্টে এখনও পর্যন্ত ৪ ম্যাচে সংগ্রহ করেছেন মাত্র ৫ টি উইকেট। এর সঙ্গেই এই তারকা পেসারের জন্য দুরন্ত ফর্মে থাকা আর্শদীপ সিং (Arshdeep Singh) জায়গা পাচ্ছেন না। ফলে জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) যদি দুবাইয়ের মাটিতে আবারও ব্যর্থ হন তাহলে ভারতীয় দল ট্রফি জয়ের লক্ষ্য থেকে অনেকটাই দূরে চলে যাবে।