এনরিক নোর্টজে
সাউথ আফ্রিকান তরুণ ফাস্ট বোলার তিনি এই বছর আইপিএল এ অসাধারণ বোলিং পারফর্মেন্স দেখিয়ে ক্রিকেট বিশ্বে প্রসিদ্ধ হয়েছেন। তিনি তার এই পারফর্মেন্স এই বছর t20 বিশ্বকাপেও করে দেখিয়েছেন। ডানহাতি পেস বোলার নর্তজে আইপিএল দল দিল্লী ক্যাপিটালস দলের নির্ভরযোগ্য পেস বোলিং অস্ত্র এবং তার পারফর্মেন্সের ওপর ভিত্তি করে দিল্লী দল তাকে পরবর্তী আইপিএল এর জন্য নিজেদের দলে ধরে রেখেছে। মনে করা যাচ্ছে যদি দিল্লী দল তাকে আগামী নিলামে ছেড়ে দিতো তাহলে তিনি অনেক বেশি দামে অন্য কোনো দলে যেতে পারতেন।