বিশ্ব ক্রিকেটের রোমাঞ্চিত এবং আকর্ষিত টি-২০ প্রতিযোগিতার গুলোর মধ্যে অন্যতম হলো আইপিএল। একাধারে যেমন আইপিএল (IPL) সর্বাধিক জনপ্রিয় তার পাশাপাশি এটি সর্বাধিক ধনী ক্রিকেট লীগ। আগামী বছরের আইপিএল আরো আকর্ষিত হতে চলেছে তার অন্যতম কারণ হলো আগামী আইপিএল এ মেগা নিলাম অনুষ্ঠিত হবে যেখানে প্রতিটা দল তাদের দলের যেকোনো ৪ জন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে এবং বাকি সমস্ত ক্রিকেটারদের নিলামে তুলে দিতে হবে। এছাড়াও আগামী আইপিএল এ আরো দুটি নতুন আইপিএল দলের সংযোজন করা হচ্ছে।
আগামী বছর শুরু হতে চলেছে আইপিএল এর মেগা নিলাম। এই মেগা নিলামের নিয়ম হলো আইপিএল এর ৮ টি দল তাদের দলের যেকোনো ৪ জন ক্রিকেটারকে ধরে রেখে বাকি ক্রিকেটারদের নিলামে ছেড়ে দিতে হবে। সেই নিয়ম অনুযায়ী প্রতিটা দল তাদের ছেড়ে দেওয়া ক্রিকেটারদের তালিকা প্রকাশ করে ফেলেছে এবং সেই তালিকা অনুযায়ী নিলামে বেশ নামিদামি ক্রিকেট তারকারা আগামী নিলামে উঠেছে। আমরা এখানে আজ এমন ৩ জন ক্রিকেটারকে আলোচনা করবো যারা নিলামে উঠেনি কিন্তু তারা যদি নিলামে উঠতো তাহলে তারা অনেক বেশি দাম পেতে পারতো।
এম এস ধোনি
বিশ্ব ক্রিকেটের একমাত্র সফল অধিনায়ক হিসাবে পরিচিত হলেন এম এস ধোনি, যিনি আইসিসি র ৩টি ট্রফি জিতেছেন। প্রাক্তন ভারতীয় অধিনায়ক ধোনি তার অধিনায়কত্বে ভারতীয় দলকে ক্রিকেটের এক স্বর্ণ যুগে পৌঁছে দিয়েছিলেন। এছাড়াও ধোনি আইপিএল এ চেন্নাই সুপার কিংস দলে অধিনায়ক এবং তার অধিনায়কত্বেই চেন্নাই সুপার কিংস ৪বার আইপিএল ট্রফি জয়লাভ করেছে। চেন্নাই দল তাকে পরের বছরের আইপিএল এর জন্য নিজেদের দলে ধরে রেখেছে কিন্তু এটা মনে করা যাচ্ছে ধোনি যদি নিজেকে আগামী নিলামে তুলতো তাহলে তিনি তার বর্তমান দামের থেকে অনেক বেশি দাম পেতে পারতেন।