প্রাক্তন তারকা অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান জানিয়েছেন এবারের আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের ভুবনেশ্বর কুমার এবং মুম্বাই ইন্ডিয়ান্সের জসপ্রীত বুমরাহ সকল পেসারদের ছাপিয়ে যাবেন।হয়ে উঠবেন ২০২০ আইপিএলের সেরা দুই পেসার।
চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে প্রতিনিধিত্ব করেছিলেন হেডেন।তার বক্তব্য,ভুবনেশ্বর কুমারে অভিজ্ঞতা তার দল’কে দারুণ ভাবে সাহায্য করবে টুর্নামেন্টে।প্রসঙ্গত,২০১৬ এবং ২০১৭ সালের আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারী হয়ে “পার্পল ক্যাপ ” জিতেছিলেন ভুবি।এছাড়াও এই মুহূর্তে বিশ্বের সেরা তিন পেসারের অন্যতম বুমরাহ ।এই দুই পেসার এবার আইপিএলে নিশ্চিত ভাবে ঘুম কাড়বে সকলে।
“আমি মনে করি একজন অভিজ্ঞ পেসার বিপক্ষ দলের অন্যতম চিন্তার কারণ।এক্ষেত্রে ভুবনেশ্বর কুমারের এখনও অবধি আইপিএলে পারফরম্যান্স অবিশ্বাস্য পর্যায়ে।অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্সে রয়েছে এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা পেসার বুমরাহ।যেকোনো দিন বিপক্ষের ব্যাটসম্যানদের চ্যালেন্জের মুখে ফেলে দেবে ” মন্তব্য হেডেনের।
শুধুমাত্র পেসার নয়, এদিন স্পিনারদের নিয়েও মন্তব্য করেছেন হেডেন।তার বক্তব্য,অফ স্পিনার হরভজন সিং এবং বা – হাতি আর্ম স্পিনার রবীন্দ্র জাদেজা এবারে দারুণ পারফরম্যান্স দেবে আইপিএলে।এবার তারকা সমৃদ্ধ চেন্নাই দলের স্পিন বিভাগ আরবের স্পিন সহায়ক পিচে বাড়তি নিরাপত্তা দেবে বলেই মনে করেন এই প্রাক্তন অজি ক্রিকেটার।তার বক্তব্য,
” আমি মনে করি তোমার দলে যদি কার্যকর স্পিনার থাকে তাহলে তুমি ভালো পারফরম্যান্স দিতে বাধ্য।এমনকি এক্ষেত্রে বয়স্করাও বাজিমাত করতে পারে।হরভজন সিং’কেই দেখো, গত একবছরে খুব বেশি একটা ক্রিকেট খেলতে দেখা যায়নি তাকে।
তবুও এখনও মাঠে নামলে কার্যকর ভূমিকা নেবে।এছাড়াও এবার দারুণ বোলিং করবে জাদেজা ”
আর মাত্র কয়েকদিন, তারপর শুরু হতে চলেছে এবারের আইপিএল, করোনার জেরে এবার নির্ধারিত সময় শুরু করা যায়নি এবারের টুর্নামেন্ট।এমনকি একসময় টুর্নামেন্ট বাতিল হওয়া ঘিরে তৈরী হয়েছিল জল্পনা।যদিও সেই সব এখন অতীত ।আগামী ১৯ শে সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এবারের আইপিএল।তবে দেশে নয়, টুর্নামেন্ট আয়োজিত হতে চলেছে সংযুক্ত আরব আমিরশাহিতে।