ভারতীয় ক্রিকেট দল এখন ওয়েস্ট ইন্ডিজ সফরে। সেখানে ৫-ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজ ৩-১ ব্যবধানে জিতেছে বিরাট অ্যান্ড কোং। এই সিরিজের পাশাপাশি ক্রিকেটপ্রেমীদের আগ্রহ তুঙ্গে যে, ভারতীয় দলের নতুন কোচ কে হবেন তা নিয়ে। অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে মনোমালিন্যের জেরে ক’দিন আগেই কোচের পদ ছেড়ে দিয়েছেন অনিল কুম্বলে। যা নিয়ে ক্রিকেট মহলে প্রচুর হৈচৈ হচ্ছে। কুম্বলের মত সফল এবং নির্বিরোধী ক্রিকেটারের পদত্যাগটি অনেকেই মেনে নিতে পারেননি। তাঁর কোচিংয়ে ভারত টেস্ট র্যাঙ্কিংয়ের এক নম্বরে পৌঁছেছে। সিরিজ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। পাশাপাশি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালেও উঠেছে দল।

এখানে দেখুনঃ ভারতীয় কোচের পদপ্রার্থী থেকে ছাঁটাই করে শেষ পর্যন্ত ৩জনকে লড়াইয়ে রাখলেন গাঙ্গুলি-সচিন-লক্ষণরা
কুম্বলের কোচের পদ ছেড়ে দেওয়ার পিছনে অধিনায়ক বিরাট কোহলির বড় ‘অবদান’ রয়েছে। এটা এখন জলের মত পরিস্কার। এমন সময়, এটাও শোনা গিয়েছিল যে, ভারত অধিনায়ক নাকি এও বলেন যে, কুম্বলে না সরলে, তিনি অধিনায়ক পদ ছেড়ে দেবেন।

এদিকে কোচ ইস্যুতে তিনি যাই করুন না কেন, নিজের আসল কাজ, ক্যাপ্টেন্সিতেই তাঁকে বেশি করে মনোনিবেশ করার পরামর্শ দিয়েছে বিসিসিআই। বোর্ডের একটা সূত্র থেকে বলা হয়েছে, “কোচ নির্বাচনে বিরাটের মতামত যেমন গুরুত্বপূর্ণ। তেমন ওঁকে অধিনায়ক হিসাবে দলকে কি ভাবে আরও সাফল্য এনে দেওয়া যায়, সেদিকে মন দিতে হবে।”
আরোও দেখুনঃ রবি শাস্ত্রী কোচ হলে ভারতীয় দল থেকে বাদ পড়তে চলেছেন এই দুই তারকা ক্রিকেটার!
দুর্বল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক সিরিজ জয়ের জন্য শেষ ম্যাচ অপেক্ষা করতে হয়েছে ভারতকে। মনে রাখতে হবে, একদিনের আন্তর্জাতিক অধিনায়ক হিসাবে বিরাট কোহলি ব্যর্থ হলে, অন্তত দু’জন রয়েছেন যাঁদের ওপর একদিনের আন্তর্জাতিক দলের ভার তুলে দিতে পারে বিসিসিআই।
অজিঙ্ক রাহানে –
এমনিতে অজিঙ্ক রাহানে ভারতের টেস্ট দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। কিছুদিন আগে শেষ হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলে থাকলেও, অধিকাংশ ম্যাচেই বাইরে থাকতে হয় তাঁকে। আর এবার ওয়েস্ট ইন্ডিজ সফরে দলে সুযোগ পেয়েই ক্যারিবিয়ানদের বিরুদ্ধে একটি শতরান ও তিনটি অর্ধশতরানের ইনিংস খেলেছেন। আর একটা ব্যাপার, এই বছরের শুরুর দিকে বিরাট কোহলির অনুপস্থিতিতে দলের নেতৃত্বভার বর্তায় রাহানের ওপর, এবং দল জয়লাভ করে। রাহানের অধিনায়কত্বের প্রশংসা করা হয় দেশ বিদেশে। একদিনের ক্রিকেটে বিরাটের বদলে তাকে অধিনায়ক হিসাবে ভেবে দেখতেই পারেন নির্বাচকেরা।
রোহিত শর্মা-
একদিনের দলে বিরাটের জায়গায় যদি অন্য কাউকে অধিনায়ক বাছার কথা বিবেচনা করা হয়, তাহলে সবচেয়ে আদর্শ ব্যাক্তি হতে পারেন রোহিত শর্মা। তিনি দেশের অন্যতম সেরা ব্যাটসম্যান। ৬ মাস পরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলে ঢুকে দুরন্ত ব্যাটিংয়ের নমুনা পেশ করেন রোহিত। পাশাপাশি তাঁর রেকর্ডও বেশ ঈর্ষনীয়। আইপিএলে রোহিতের অধিনায়কত্বে তিনবার খেতাব জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স।