বিশ্ব ক্রিকেটের রোমাঞ্চকর এবং আকর্ষণীয় ক্রিকেট লীগ হলো আইপিএল (IPL)। এই প্রতিযোগিতার জনপ্রিয়তা এতটাই যার কারণে বিশ্বের বিভিন্ন্য প্রান্ত থেকে থেকে ক্রিকেটাররা এই প্রতিযোগিতার প্রতি আকর্ষিত হয়ে পড়েছে। এই বছর আইপিএল এর ভারতের মাটিতে শুরু হলেও ক্রমশ করোনা পরিস্থিতি কঠিন হয়ে পড়াতে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে এই টুর্নামেন্ট স্তগিত করে দেওয়া হয়েছিল। পরবর্তীতে এই প্রতিযোগিতার চাহিদার কথা মাথায় রেখে দুবাইয়ের মাটিতে স্তগিত হয়ে যাওয়া বাকি ম্যাচগুলি অনুষ্ঠিত হয় এবং এই বছর আইপিএল এর ফাইনালে চেন্নাই সুপার কিংস কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে চতুর্থবারের জন্য তাদের আইপিএল ট্রফি জয়লাভ করেছে।
এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের সফল অলরাউন্ডারদের মধ্যে অন্যতম হলেন বেন স্টোকস। রাজস্থান দলের এই নির্ভরযোগ্য ক্রিকেটার এখনো অব্ধি নিজের আইপিএল কেরিয়ারে মোট ৯২০ রান করেছেন এবং পাশাপাশি ২৮ টি উইকেট নিয়েছেন। বাঁহাতি এই ব্যাটসম্যান এই বছর আইপিএল শুরুর প্রথমেই আঙুলে চোট পেয়ে গোটা টুর্নামেন্ট থেকে ছিটকে যান। যেহেতু রাজস্থান রয়্যালস পরবর্তী মেগা নিলামের আগে নিজেদের দলে মোট ৩ জন ব্যাটসম্যানকে ধরে রেখেছে তাই বেন স্টোকস আগামী নিলামে উঠবেন। এখন দেখে নেওয়া যাক কোন ৩ টি দল অলরাউন্ডার বেন স্টোকসকে দলে নেবার জন্য আগ্রহ দেখাতে পারে।
আইপিএল নিলামে এই তিন ফ্রেঞ্চাইজি বেন স্টোকসকে নেবার জন্য ঝাঁপাতে পারে !!
মুম্বাই ইন্ডিয়ান্স
আইপিএল এর অন্যতম সফল দল মুম্বাই ইন্ডিয়ান্স এই বছর তাদের দলে ৩ জন ভারতীয় ক্রিকেটার সহ একমাত্র বিদেশী ক্রিকেটার হিসাবে কাইরন পোলার্ডকে ধরে রেখেছে। মুম্বাই যেহেতু এই বছর তাদের দলের অন্যতম অলরাউন্ডার হার্দিক পাণ্ডেকে মিলামে ছেড়ে দিয়েছে তাই তারা তার পরিবর্ত হিসাবে বেন স্টোকসকে দলে নিতে চাইবে কারণ বেন স্টোকস এজকন নির্ভরযোগ্য অলরাউন্ডার হিসাবে দলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে।
Read More: IPL 2022 Auction: পাঁচজন ভারতীয় ক্রিকেটার, যারা আইপিএল মেগা নিলামে সর্বোচ্চ দাম পেতে পারেন !!