৫) মোহাম্মদ আমিরের সাথে সালমান বাট ও মোহাম্মদ আসিফ
যদিও ঘটনাটি ঘটেছে আরো ৮ বছর আগে ২০১০ সালে, এখনও এই লজ্জ্বাজনক ঘটনার কথা ভুলতে পারেন নি ক্রিকেট ভক্তরা। এই বামহাতি পেসার মাত্র ১৭ বছর বয়সে যখন আন্তর্জাতিক ক্রিকেটে ফর্মের তুঙ্গে ছিলেন তখনই একটি ভুল করে বসেন যা তাঁর জীবনকে সম্পূর্ণ বদলে দেয়।
২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালীন সময়ে ঘটানাটি ঘটে। দলের অধিনায়ক সালমান বাটের সাথে প্লানিং করে নো বল করেন মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফ। সালমান বাট ঘৃণিত কাজটি করান এই দুই পেসারকে দিয়ে।
তাদের এই স্পট ফিক্সিং পরবর্তীতে ধরা পড়ে এবং এরপর ছয় মাসের জন্য জেল খাটতে হয় মোহাম্মদ আমিরকে। অন্যদিকে, মোহাম্মদ আসিফ ও সালমান বাটকে জেলে থাকতে হয়েছে যথাক্রমে ১২ মাস ও ৩০ মাস।