৫) রোহিত শর্মা-

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) পর ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক হলেন রোহিত শর্মা (Rohit Sharma)। তার হাত ধরে ভারতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 WC) এবং চ্যাম্পিয়ন ট্রফির (CT 2025) মতো আইসিসি (ICC) টুর্নামেন্টে জয়লাভ করেছে। তবে তিনি ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আন্তর্জাতিক ২০ ওভারের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন। সম্প্রতি আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকেও সরে দাঁড়িয়েছেন তিনি।
অন্যদিকে বর্তমানে ২০২৭ ওডিআই বিশ্বকাপকে (2027 ODI WC) সামনে রেখে একদিনের দল গোছাতে চাইছে বিসিসিআই (BCCI)। রোহিত শর্মার (Rohit Sharma) বর্তমান বয়স ৩৮ বছর। ফলে পরবর্তী ওডিআই বিশ্বকাপের সময় তিনি ফিট থাকবেন কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। হিটম্যানকে নিয়ে যদি বিসিসিআইয়ের (BCCI) এগিয়ে যাওয়ার পরিকল্পনা না থাকে তাহলে এই বছর রোহিত শর্মা (Rohit Sharma) ওডিআই ফরম্যাট থেকেও অবসর ঘোষণা করতে পারেন বলে মনে করা হচ্ছে।