প্রতি বছরই ভারতীয় দলে উঠে আসার জন্য অসংখ্য তরুণ প্রতিভাবান ক্রিকেটার প্রচেষ্টা চালাচ্ছেন। ফলে ধারাবাহিকভাবে পারফর্ম্যান্স করতে না পারলে জাতীয় দলে জায়গা হারানোর ভয় থাকে তারকা ক্রিকেটারদেরও। সাম্প্রতিক সময় নির্বাচকরা তরুণ প্রতিভাদের ওপর বেশি ভরসা করছেন। অন্যদিকে চোট সমস্যাও অনেক সময় ক্রিকেটারদের অন্ধকারের দিকে ঠেলে দেয়। এই সব কারণে এই বছর একাধিক ভারতীয় তারকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করতে পারেন বলে মনে করা হচ্ছে। এই রকম ৫ জন ক্রিকেটারদের এখানে আলোচনা করা হলো।
Read More: “প্রশংসা করি নি বলে…” বিস্ফোরক অভিযোগ ইরফান পাঠানের, আঙুল তুললেন রোহিত শর্মা’র দিকে !!
১) জসপ্রীত বুমরাহ-

এই মুহূর্তে আন্তর্জাতিক মঞ্চে অন্যতম সেরা পেসার হলেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। তাকে সামনে রেখেই বোলিং আক্রমণ সাজান নির্বাচকরা। কিন্তু সম্প্রতিক সময় তার চোট সমস্যা বিসিসিইয়ের (BCCI) চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে শেষ হওয়া টেস্ট সিরিজে ৫ ম্যাচের মধ্যে মাত্র ৩ টি ম্যাচের জন্য উপলব্ধ ছিলেন এই তারকা পেসার। বিশেষজ্ঞরা মনে করছেন জসপ্রীতের (Jasprit Bumrah) ভিন্নধর্মী বোলিং অ্যাকশনের কারণেই তিনি বারবার পিঠের চোটের সমস্যায় পড়ছেন। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচে তাকে অনেকটা ক্লান্ত দেখাচ্ছিল। বলের গতি কমিয়ে এনেছিলেন।
ফলে শারীরিকভাবে আর লড়াই করে বুমরাহ কামব্যাক করতে পারবেন না বলেই মনে করছেন অনেকেই। তিনি শেষ ওডিআই ম্যাচ খেলেছিলেন ২০২৩ সালের বিশ্বকাপের ফাইনালে। এছাড়াও ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে এই ফরম্যাটে শেষবার মাঠে নামেন। এই কারণে সূত্র অনুযায়ী এই অভিজ্ঞ তারকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে এই বছর অবসর ঘোষণা করতে পারেন।