কলকাতা নাইট রাইডার্স-

গত বছর আইপিএলে চ্যাম্পিয়ন হলেও এই বছর খালি হাতে নাইট বাহিনীদের (Kolkata Knight Riders) টুর্নামেন্ট ছাড়তে হয়েছিল। দলের ব্যাটিং অর্ডারে একাধিক তারকা ক্রিকেটার সম্পূর্ণ ব্যর্থ হয়ে দলকে চাপের মুখে ফেলে দিয়েছিলেন। ২০২৬ মরসুমের আগে সঠিকভাবে দল গোছানোর কাজে মাঠে নেমে পড়েছে নাইট কর্মকর্তারা। আন্দ্রে রাসেলের (Andre Russell) মতো তারকা অলরাউন্ডারকে ছেড়ে দিয়েছে তারা। এই সিদ্ধান্ত অনেক ক্রিকেট সমর্থক মেনে নিতে পারেননি। তার মতো একজন বিধ্বংসী ব্যাটসম্যানের অভাব ঘোচাতে নিলামে নামবে শাহরুখ খানের (Sharukh Khan) দল। কলকাতাও সরফরাজ খানকে (Sarfaraz Khan) টার্গেট করতে পারে বলে জল্পনা শুরু হয়েছে।