মঙ্গলবার আইপিএলের (IPL 2026) আগামী মরসুমের জন্য মিনি নিলাম অনুষ্ঠিত হবে। এই মিনি নিলামকে ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ফ্রাঞ্চাইজিগুলি। তার আগেই সৈয়দ মুশতাক আলী (Syed Mushtaq Ali Trophy) ট্রফিতে ক্রিকেটাররা দুরন্ত পারফর্ম্যান্স করে নজরে আসার চেষ্টা করছেন। সম্প্রতি হরিয়ানার বিপক্ষে ব্যাট করতে নেমে বিধ্বংসী ইনিংস খেলেন সরফরাজ খান (Sarfaraz Khan)। ২৫ বলে ৬৪ রানের ইনিংস খেলেন তিনি। আইপিএলে এখনও পর্যন্ত তার ব্যাট থেকে ৫০ ম্যাচে মোট ৫৮৫ রান এসেছে। এবার ঘরোয়া টি-টোয়েন্টি লিগে দুরন্ত ফর্মে থাকার জন্য সরফরাজ আগামীকাল নিলামে বিশেষ নজরে থাকবেন বলেই মনে করা হচ্ছে। এই তিন দল তাকে দলে নেওয়ার জন্য টার্গেট করতে পারেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
Read Also: টিম ইন্ডিয়ার জন্য খারাপ খবর, ব্যক্তিগত কারণে দল ছাড়লেন জসপ্রীত বুমরাহ !!
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-

এই বছর আইপিএলে দীর্ঘ অপেক্ষার পর প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru)। আগামী মরসুমেও শক্তিশালী দল নিয়ে মাঠে নামতে চলেছে তারা। ইতিমধ্যেই লিয়াম লিভিংস্টোন (Liam Livingston), লুঙ্গি এনগিডির (Lungi Ngidi) মতো তারকাকে ছেড়ে দিয়েছে। দলে বিরাট কোহলি (Virat Kohli), রজত পাটিদারের (Rajat Patidar) মতো তারকা ব্যাটসম্যান থাকলেও একজন বিধ্বংসী ফিনিশারের প্রয়োজন রয়েছে। এই কারণে সরফরাজ খানকে টার্গেট করতে পারে আরসিবি (RCB)। উল্লেখ্য এই দলের হাত ধরেই এই তরুণ তারকা আইপিএলে আত্মপ্রকাশ করেছিলেন।