দীনেশ কার্তিক
ভারতীয় দলের অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটসম্যান দীনেশ কার্তিক ধোনিরও আগে ভারতীয় দলের হয়ে অভিষেক করেন। কিন্তু তিনি নিয়মিত দলে নিজের জায়গা ধরে রাখতে ব্যর্থ হয়েছেন। এছাড়াও ধোনির ভারতীয় দলে আগমণের পর থেকে দীনেশ কার্তিকের জন্যও ভারতীয় দলের দরজা বন্ধ হয়ে যায়। কিন্তু তা সত্ত্বেও যখনই তিনি ভারতীয় দলে সুযোগ পেয়েছেন সেখানে নিজের ব্যাটিং এবং ফিল্ডিংয়ে নিজের প্রভাব ফেলেছেন। শ্রীলঙ্কার অনুষ্ঠিত নিদাহাস ট্রফিতে কার্তিকের স্মরণীয় ম্যাচ জেতানো ইনিংস আজও ভারতীয় দলের সমর্থকদের মনে জ্বলজ্বল করছে।
চলতি আইপিএলের আগে মেগা নিলামে দীনেশ কার্তিককে ৫.৫০ কোটি টাকায় কিনেছিল আরসিবির দল। চলতি আইপিএলে নিজের দুর্দান্ত প্রদর্শনে সকলকে প্রভাবিত করেছেন কার্তিক। আরসিবির হয়ে বেশ কয়েকটি ম্যাচ জেতানো ইনিংসও বেরিয়েছে তার ব্যাট থেকে। চলতি আইপিএল ২০২২ এর ১৪টি ম্যাচে কার্তিক ১৯১.৩৩ স্ট্রাইকরেটে মোট ২৮৭ রান করেন। সর্বোচ্চ অপরাজিত ৬৬ রান। চলতি আইপিএলে কার্তিককের এই প্রদর্শন দেখে ভারতীয় দলের নির্বাচকরা তাকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরোয়া টি-২০ সিরিজে আবারও দলে নিতে পারেন।